Sylhet Today 24 PRINT

২০১৮ কে ভুলে যাওয়ার প্রতিজ্ঞা সাব্বিরের

স্পোর্টস ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৯

ধকলের এক বছর গেল সাব্বির রহমানের জন্য। ফর্মহীনতা, দল থেকে বাদ পড়া। আচরণবিধি লঙ্ঘন করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ। বছরের অর্ধেকটা সময় তার নিষেধাজ্ঞায় কেটে গেছে। এমন একটি বছর যে কেউ ভুলতে চাইবেন। সাব্বিরও চান। তবে নতুন বছর শুরুর আগেই প্রতিজ্ঞা করেছেন, ‘এবার ভালো হয়ে যাবেন।’ পারফর্ম করার এবং বিশ্বকাপ দল ফেরার এটাই 'একমাত্র' পথ সাব্বিরের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, বিশ্বকাপের দল তার হাতেই আছে। দু'-তিনটা জায়গা দেখার আছে তার। সেই জায়গার একজন বড় দাবিদার সাব্বির। টপ অর্ডারে কিছুটা স্থিতিশীলতা আসলেও শেষটায় ভরসা দেওয়ার মতো কাউকে এখনও পায়নি বাংলাদেশ। আর সেরা ফর্মে থাকলে তর্কসাপেক্ষে সাব্বির রহমান সাত নম্বরে বাংলাদেশ ওয়ানডে দলের সেরা সমাধান।

কিন্তু তার জন্য পারফর্ম করে দলে ফিরতে হবে তাকে। দিতে হবে মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটের আইন মেনে-গুনে চলার প্রতিশ্রুতি। সাব্বির সেই চ্যালেঞ্জ নিচ্ছেন, 'আমার মতে, জাতীয় দলের দরজা সবার জন্য খোলা। বিপিএল আমার জন্য বড় একটি মঞ্চ। অসাধারণ কিছু করলে দলে ফেরার সুযোগ আসতে পারে।'

বাংলাদেশ বিপিএলের পরে নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডে সিরিজ খেলবে। ওই দুই সিরিজের দলে জায়গা না পেলে গেলবার বিশ্বকাপে তারুণ্যের ঝাণ্ডা উঁচিয়ে ধরা সাব্বিরকে এবার টিভিতে বসে খেলা দেখতে হবে। তবে মারকুটে এই ব্যাটসম্যান আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। তার চোখ শুধু বিপিএলে, 'আগে আমাকে বিপিএলে ভালো খেলতে দিন।'

সাব্বির তার ক্যারিয়ারের ঘটনাবহুল বছর ২০১৮ নিয়ে বলেন, 'গতকাল রাতে মনে মনে প্রতিজ্ঞা করেছি সালটা ভুলে যাবো। নতুন বছর নতুন করে শুরু করবো। ২০১৮ সালটা ছিল আমার ক্যারিয়ারের ভয়ঙ্কর এক বছর।' এবারের বিপিএলে সাব্বির সিলেট সিক্সার্সে অজি তারকা ওয়ার্নারের সঙ্গে খেলবেন। এ নিয়ে তিনি জানান, ওয়ার্নার অনেক বড় মাপের, অভিজ্ঞ এক ক্রিকেটার। তার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারবো ভেবে উচ্ছ্বসিত। এবার দল হিসেবে আমরা ভালো করবো আশা করছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.