Sylhet Today 24 PRINT

১১৯ বছর বয়সী পেসার খালেদ!

স্পোর্টস ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ দলের হয়ে একটি মাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। জাতীয় দলের এই পেসার চলতি বিপিএলে খেলছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংসের বিপক্ষে।

শনিবার শুরু হয় বিপিএলের ষষ্ঠ আসর। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নামে মাশরাফি বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস।

খালেদ আহমেদ খেলছেন চিটাগাং ভাইকিংসের হয়ে। ২৬ বছর বয়সী এই পেস বোলার শনিবার রংপুরের বিপক্ষে যখন বোলিংয়ে আসেন তখন টিভির স্ক্রিনে ফুটে ওঠে খালেদ আহমেদ বয়স ১১৯ বছর।

টিভি স্ক্রিনের এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে এমন ভুল সত্যিই হতাশাজনক। এদিন বল হাতে সুবিধা করতে পারেননি খালেদ। ৪ ওভারে ১৫ রানের খরচায় ১ উইকেট শিকার করেন সিলেটের এই পেস বোলার।

ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর চলতি বিপিএলে খেলার সুযোগ পান মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ফেরার ম্যাচে ৩ উইকেটে জয় পায় চিটাগাং ভাইকিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.