Sylhet Today 24 PRINT

বিপিএলকে নিউজিল্যান্ড সফরের আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন না রোডস

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০১৯

জাতীয় নির্বাচন, ঠাসা সূচির কারণে জানুয়ারি মাসে বিপিএল আয়োজনের বাস্তবতা বোঝেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। কিন্তু ঘরের মাঠে মন্থর উইকেটে টি-টোয়েন্টি খেলেই সোজা নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডেতে নামবে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। সেখানকার গতিময়, বাউন্সি, মুভমেন্টেভরা উইকেটের জন্য তাই আদর্শ প্রস্তুতির কাছাকাছিও নিজেদের দেখছেন না রোডস।

বিপিএলের ফাইনাল শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এরপর প্রস্তুতি দূরে থাক, বিশ্রামেরও সুযোগ নেই। নিউজিল্যান্ডে উড়ে ১৩ তারিখেই স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। একে তো বিরূপ কন্ডিশন, তারমধ্যে প্রস্তুতিতে অনেক ঘাটতি পাচ্ছেন কোচ, ‘আমরা এমন উইকেটে খেলে যাচ্ছি নিউজিল্যান্ড যেন না জানে (হাসি)। এটা আদর্শ প্রস্তুতির কাছাকাছি কিছুও নয়। বিপিএলে টি-টোয়েন্টি খেলে একদম সোজা আমরা নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে নামব। কিন্তু এটাও সত্য এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য আর কোন ফাঁকা সময় ছিল না, এটা দারুণ এক টুর্নামেন্ট। এটা এই সময়ে আয়োজনের বাস্তবতা আমরা বুঝি।’

‘কাজেই নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি একেবারে হুড়োহুড়ির মধ্যে নিতে হবে। তবে টেস্টের ব্যাপারটা আলাদা। টেস্ট যারা খেলবে তারা একটু বাড়তি সময় পাবে।’

তবে বিশ্বকাপের পথে আবার ভালো প্রস্তুতির সুযোগ দেখছেন কোচ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরটাকে রোডসের মনে হচ্ছে বিশ্বকাপে ভালো করার একটা বড় ধাপ, ‘আয়ারল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হবে। তার আগে মিরপুরে আমাদের ছোট ক্যাম্প করার সুযোগ মিলবে। ওখানকার শীত এবং ভেজা আবহাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও আইরিশদের সঙ্গে খেলতে পারব। বিশ্বকাপে ইংল্যান্ডে যেতে যেতে সেখানকার উইকেটগুলো শুষ্ক হতে শুরু করবে। আশা করছি তখন জেতার মধ্যে থাকব।’

তবে বাস্তবতা মাথায় রেখে আবারও বাংলাদেশের কোচ নিউজিল্যান্ডে বেশি প্রত্যাশা না করারই ইঙ্গিত দিলেন, ‘নিউজিল্যান্ডে ভালো করা খুব কঠিন হবে। আমরা ভালো কিছুর চেষ্টা করব যাতে ওয়ানডেতে দলটা ঠিক পথে থাকে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.