Sylhet Today 24 PRINT

ইভান্সের ব্যাটে আসরের প্রথম সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ১৭৬

ক্রীড়া প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৯

লরি ইভান্সের দুর্দান্ত সেঞ্চুরি ও রায়ান টেন ডয়েসকাটের অন্যবদ্য হাফসেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রানের ভালো সংগ্রহ পেয়েছে রাজশাহী কিংস।

আসরের ২৩তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলারদের তোপের মুখে ২৮ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে ইভান্স ও ডয়েসকাটের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে রাজশাহী। দুইজনের জুটিতে আসে ১৪৮ রান।

কুমিল্লার বোলাদের প্রাথমিক তোপ সামলিয়ে উল্টো চড়াও হন তারা। ইভান্স তুলে নেন সেঞ্চুরি। আর ডোশে করেন হাফ সেঞ্চুরি। ইভান্সের ৬২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসটিতে ছিল ৬টি ছক্কা ও ৯টি চারের মার। অন্যদিকে ডোশে ৩টি ছক্কা ও ২টি চারে সাজিয়ে ৪১ বলে অপরাজিত থাকেন ৫৯ রানে।

এর আগে ব্যক্তিগত ৫ রানের শাহরিয়ার নাফীস, মিরাজ শূন্য রানে ও মার্শাল আইয়ুব ২ রান করে আউট হয়ে যান।

কুমিল্লার হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছেন লিয়াম দাসোন। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.