Sylhet Today 24 PRINT

সাব্বিরের শাস্তি শেষ কবে, জানতেন না বিবিসি সভাপতি!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৯

সাব্বির রহমানকে নিষেধাজ্ঞা কমিয়ে নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলে টেনে নেওয়া নিয়ে বিতর্ক চলছেই। ২৩ জানুয়ারি দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলেছিলেন একমাত্র অধিনায়কের চাওয়াতেই সাব্বির দলে। অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বলেছিলেন, যুক্তি দিয়েছিলেন, জোর করেননি।

এদিকে সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানালেন, তাকে জানানো হয়েছিল শাস্তি শেষ হয়েছে সাব্বিরের। তবে সাব্বিরের জন্য এটা ‘শেষ সুযোগ’ বলে হুমকিটা দিয়ে রাখলেন বিসিবি বস।

নাজমুল হাসান বললেন, ‘‘যখন নাকি তালিকা আমার কাছে সই করার জন্য আসে, সই করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম ওর (সাব্বির) শাস্তির ব্যাপারটা। শাস্তি শেষ হচ্ছে কবে?’’

‘‘আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে। একটা হতে পারে মেয়াদটা কমিয়ে দেওয়াতে শাস্তি কমে গেছে। আমি তখন জিজ্ঞাসা করি নাই।’’

কে বলেছিলেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কিংবা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কেউ একজন বলে জানালেন সভাপতি।

গত বছর সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাব্বির। শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। সামনের ফেব্রুয়ারির শেষে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। তো মে-জুলাইয়ের বিশ্বকাপকে মাথায় রেখে সাব্বির এখন দলে।

নান্নু দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাব্বির অধিনায়ক মাশরাফির পছন্দ। শৃঙ্খলা কমিটি বলেছিল শাস্তি কমার বিষয়টি তারা জানে না। এভাবেই বিতর্ক।

কিন্তু বিসিবি সভাপতি মনে করেন নির্ধারিত সময়ের ‘১৫-২০ দিন’ আগে সাব্বিরের শাস্তি শেষ হওয়া আলোচনার জন্য বিরাট কিছু না। ১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডে। তবে বারবার উচ্ছৃঙ্খল আচরণে শাস্তি পাওয়া সাব্বিরের জন্য নাজমুল হাসানের হুমকি, ‘‘এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ। ১৫-২০ দিন তো বড় কথা না। এরপরও যদি আবারও (নিয়ম ভঙ্গ) করে জীবনেও আর খেলতে পারবে না।’’

শেষে পাপন বলেন, ‘‘আমি মনে করি আরও বেশি সময় নিয়ে আরও বুঝেশুনে আসলে ওর জন্য ভালো হতো। ওর জন্য ঝুঁকি অনেক বেশি। একটা ছোট ভুলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.