Sylhet Today 24 PRINT

তাসকিনের বদলে টেস্টে ইবাদত, ওয়ানডেতে শফিউল

স্পোর্টস ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

চোট পাওয়া তাসকিন আহমদের বদলে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শফিউল। আর টেস্ট দলে জায়গা করে প্রথমবারের মত ডাক পেয়েছেন ইবাদত হোসেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাম গোড়ালির গাটে চোট পেয়ে তাসকিন ছিটকে গেছেন মাঠের বাইরে।

২৫ বছর বয়সী ইবাদত এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। ২০১৬ সালে পেসার হান্টে ১৩৯ কিলোমিটার গতি তুলে সেরা হয়েছিলেন মৌলভীবাজারের এই পেসার। তার পর থেকেই বিসিবি তাকে পরিচর্যা করে গড়ে তোলার চেষ্টা করেছে।

হাই পারফরম্যান্স স্কোয়াডে ছিলেন, খেলেছেন বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দলে। মূল স্কোয়াডে জায়গা না হলেও ২০১৬-১৭ মৌসুমে জাতীয় দলের অস্ট্রেলিয়ায় ট্রেনিং ও নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ডেভেলপমেন্ট স্কোয়াডের অংশ হয়ে। সেই ধারাবাহিকতায় এবার জায়গা মিলল জাতীয় দলে।

বিপিএলে এবার সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ৪ উইকেট নেন এই পেসার। তবে টেস্ট দলে জায়গা পাওয়ায় মূল ভূমিকা রেখেছে এবারের বিসিএলের পারফরম্যান্স।

৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে ইবাদত ছিলেন পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। সব মিলিয়ে ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৫৯টি। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।

শফিউল বাংলাদেশের হয়ে ৫৬ ওয়ানডের সবশেষটি খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। এরপর চোট আর ফর্মহীনতা মিলিয়ে আর খেলার সুযোগ পাননি। এবার দলে ফিরলেন আরেকজনের চোটে।

বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে শফিউল নিয়েছেন ১৫ উইকেট। স্লগ ওভারে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বড় ভরসা ছিলেন তিনিই।

এবারের বিপিএলের পারফরম্যান্সেই টেস্ট ও ওয়ানডে দুটি দলেই ফিরেছিলেন তাসকিন। ২২ উইকেট নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি তিনি। কিন্তু ফেরার পরই আবার ছিটকে গেলেন ঘাতক চোটে।

নিউজিল্যান্ডে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে ১৩ ফেব্রুয়ারি, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ২৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.