Sylhet Today 24 PRINT

সিরিজ বাঁচিয়ে রাখতে মরিয়া বাংলাদেশ, আসতে পারে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই ১-০ ব্যবধানে পিছিয়ে আছেন মাশরাফিরা। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তাঁদের সামনে। তাই ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেতে মরিয়া টাইগাররা। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি। এখানকার কন্ডিশনে ভালো করার জন্য যথাযথ প্রস্তুতির প্রয়োজন হয়। তবে আপাতত এসব কিছু নিয়ে ভাবছি না। দলের ব্যাটিংটাই ভাবাচ্ছে আমাকে। সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের সামনে দায়িত্ব নিয়ে খেলতে হবে। ’

দ্বিতীয় ম্যাচের আগে ইতিবাচক মাশরাফি বলেন, ‘এ ম্যাচ থেকে যা ইতিবাচক ছিল, তা নিয়ে ভাবা উচিত আমাদের। সেই ম্যাচে মিঠুন-সাইফউদ্দিন ভালো ব্যাট করেছে। পাশাপাশি মিরাজও। এ ছাড়া সৌম্যও ভালো শুরু করেছিল। তাই আশা করব, পরের ম্যাচে টপঅর্ডার ভালো রান করতে পারবে।’

এদিকে নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বড় ধরনের পরিবর্তন না হলেও একটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।

বোলিং শক্তি বাড়াতে রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাব্বির রহমানের জায়গায় রুবেলের দলে আসার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তামিম ইকবাল আর লিটন দাস প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তাঁদের ওপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে ভালো কিছু করার ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার যথারীতি তিনে। এরপর মুশফিক, মিঠুন ও মাহমুদুল্লাহর জন্য ছয় নম্বর পর্যন্ত জায়গা বরাদ্দ নিশ্চিত।

আগের ম্যাচে সাত নম্বরে সাব্বির ব্যর্থ হলেও নয় নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তাই আগামীকালের ম্যাচে মিরাজকে সাতে খেলিয়ে আটে সাইফউদ্দিনকে নামানোর চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাড়তি বোলার হিসেবে রুবেল দলে আসতে পারেন। এর পরের জায়গাগুলোতে অধিনায়ক মাশরাফি ও মুস্তাফিজুর রহমান। সাব্বিরের বদলি হিসেবে আরেকজন ব্যাটসম্যান খেলানোর চিন্তা করলে দলে আসতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.