Sylhet Today 24 PRINT

নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩৩০

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড গড়েছে ৩৩০ রানের বিশাল সংগ্রহ। আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের প্রথম ২৫ ওভারে কিউইদের রান ছিল ১২০। পরের ২৫ ওভারে এসেছে ২১০।

ফিফটি করেছেন হেনরি নিকোলস, রস টেইলর ও টম ল্যাথাম। শেষ দিকে জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম খেলেছেন ঝড়ো ইনিংস।

বাংলাদেশের হয়ে সাইফ উদ্দিন ও মেহেদী হাসান মিরাজ বোলিং করেছেন নিয়ন্ত্রিত। দলের অন্যতম সেরা বোলার মোস্তাফিজ ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান।

ইউনিভার্সিটি ওভালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পঞ্চম ওভারে দলকে ব্রেক থ্রু নেন দেন মাশরাফি। মানরোকে ৮ রানেই ফেরান বাংলাদেশ অধিনায়ক।

মোস্তাফিজের এক ওভারে ছক্কা ও চার মারলেও মার্টিন গাপটিল ৪০ বলে ২৯ করে আউট হন।

নিকোলস ও টেইলরের ব্যাটে সেই ধাক্কা সামল দেয় নিউ জিল্যান্ড। দুজন শুরুতে এগিয়েছেন এক-দুই রানে। জুটির প্রথম ৭ ওভারে বাউন্ডারি ছিল কেবল ১টি। ২৫ ওভার শেষেও নিউ জিল্যান্ডের রানরেট ছিল পাঁচের নিচে। এরপর দুই ব্যাটসম্যানই বাড়ান রানের গতি।

৯৯ বলে ৯২ রানের এই জুটি ভাঙে নিকোলসের বিদায়ে। দ্বিতীয় স্পেলে ফেরা মেহেদী হাসান মিরাজ ফেরান ৭৪ বলে ৬৪ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকে। পরের উইকেটেও নিউ জিল্যান্ড পেয়ে যায় আরেকটি কার্যকর জুটি। সিরিজে প্রথমবার ব্যাটিং পাওয়া টম ল্যাথাম স্বচ্ছন্দে ছিলেন শুরু থেকেই।

টেইলর পেরিয়ে যান একটির পর একটি মাইলফলক। ফিফটি ছোঁয়ার পথে দেশের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৮ হাজার রান। এরপর স্টিভেন ফ্লেমিংকে ছাড়িয়ে হয়ে গেছেন নিউ জিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান স্কোরার। সাবেক অধিনায়ককে পেরিয়ে গেছেন টেইলর ৬৫ ইনিংস কম খেলেই! টেইলর ৮২ বলে ৬৯ করে আউট হয়েছেন রুবেলের বাউন্সারে।

উইকেটে গিয়েই জিমি নিশাম দুটি ছক্কা মারেন মাহমুদউল্লাহকে। রুবেলের এক ওভারে নিশামের দুই চার, ল্যাথামের দুই ছক্কায় আসে ২১ রান।

মোস্তাফিজকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে নিশাম বোল্ড হয়েছেন ২৪ বলে ৩৭ করে। মুস্তাফিজের ফুল টসেই ৫১ বলে ৫৯ করে ধরা পড়েছেন ল্যাথাম।

প্রথম বলে ছক্কায় শুরু করেন ডি গ্র্র্যান্ডহোম, ইনিংস শেষে অপরাজিত ১৫ বলে ৩৭ রান করে। ৯ বলে অপরাজিত ১৬ মিচেল স্যান্টনার। শেষ ৮ ওভারে নিউ জিল্যান্ড তোলে ১০১ রান।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩৩০/৬ (গাপটিল ২৯, মানরো ৮, নিকোলস ৬৪, টেইলর ৬৯, ল্যাথাম ৫৯, নিশাম ৩৭, ডি গ্র্যান্ডহোম ৩৭*, স্যান্টনার ১৬*; মাশরাফি ১০-১-৫১-১, মুস্তাফিজ ১০-০-৯৩-২, রুবেল ৯-০-৬৪-১, সাইফ ১০-০-৪৮-১, মিরাজ ৯-০-৪৩-১, মাহমুদউল্লাহ ২-০-২৮-০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.