Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর সঙ্গে বার্সেলোনার ড্র

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে অলিম্পিক লিওঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতায় এ নিয়ে পাঁচ ম্যাচের চারটিই ড্র করেছে বার্সেলোনা।

এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকলো বার্সেলোনা। এর চারটিতেই হেরেছে তারা। এর মধ্যে পাঁচ ম্যাচে আবার গোলের দেখাই পায়নি স্পেনের অন্যতম সফল দলটি।

আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা। টানা তিন ড্রয়ের পর গত শনিবার লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনা বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো টের স্ট্যাগানকে দুবার কঠিন পরীক্ষা দিতে হয়েছে।

তৃতীয় মিনিটেই ফ্রি কিক থেকে গোলের সুযোগ পায় অতিথিরা। কিন্তু মেসির ফ্রি কিক গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে সুযোগ হাতছাড়া হয়। এরপর ১৭তম মিনিটে জর্ডি আলবার বাড়ানো বল মাত্র ১২ গজ দূর থেকেও জালে জড়াতে পারেননি মেসি।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়ে। কমে যায় তাদের আক্রমণের ধারও। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে দুইবার গোলের সুযোগ তৈরি করে লিওঁ। শেষ ২০ মিনিটে লুইস সুয়ারেজ ও বুসকেটসের দূরপাল্লার শট রুখে দেন লিওঁর গোলরক্ষক।

দশ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে লিওঁকে ছিটকে দিয়ে ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বার্সেলোনা।

আগামী ১৩ মার্চে ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে হওয়াতে এবারও শেষ আটের আশা ভালোভাবে টিকে আছে এরনেস্তো ভালভেরদের দলের।

শেষ ষোলোর প্রথম লেগে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে লিভারপুলের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.