Sylhet Today 24 PRINT

টেলরের ডাবল সেঞ্চুরিতে ২২১ রানের লিড নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

ওয়েলিংটনের কঠিন কন্ডিশনেও রান উৎসব করেছে নিউজিল্যান্ড। ৬ উইকেটে ৪৩২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ২০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সবুজ উইকেট। দুদিন ঢাকা থাকার পর ভেজা-স্যাঁতসেঁতে। তামিম ইকবাল কাল যেটিকে বলেছেন ‘খতরনাক উইকেট’। ওয়েলিংটনের এ খতরনাক উইকেটেই বাংলাদেশকে রানের বোঝা চাপিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খেয়েছে প্রথম ইনিংসে ৭৪ রান করা তামিম ইকবালকে হারিয়ে। ট্রেন্ট বোল্টের ভেতরে ঢোকা বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন বাংলাদেশ ওপেনার। ব্যাট আর প্যাডের ফাঁক গলে সেটি চলে আসে স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে ৪ রানের বেশি স্কোরবোর্ডে যোগ করতে পারেননি তামিম।

ফিরে গেছেন ১০ রান করা মুমিনুল হকও। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২০।

৮ রানে ২ উইকেট ফেলে দিয়ে কাল বাংলাদেশের বোলাররা যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল আজ কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই নেবেন তারা। তা আর নিতে পারলেন কোথায়! কঠিন এ কন্ডিশনেও রান উৎসব করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। রস টেলর আর কেন উইলিয়ামসনের তৃতীয় উইকেট জুটি যোগ করেছে ১৭২ রান।

তাইজুল ইসলামের হাতে ফিরতি ক্যাচ দিয়ে উইলিয়ামসন ৭৪ রানে ফিরলেও টেলর শুধু সেঞ্চুরিই করেননি, থেমেছেন একেবারে ডাবল সেঞ্চুরি করে। চতুর্থ উইকেটে হেনরি নিকলসকে নিয়ে টেলর চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ২১৬ রান। তাইজুলের আরেক শিকার হওয়ার আগে নিকোলসও করেছেন সেঞ্চুরি।

৩ উইকেটে ৩৯৬ থেকে ৬ উইকেটে ৪৩২—৩৬ রানের মধ্যে ৩ উইকেট পড়লে নিউজিল্যান্ড অধিনায়ক আর সুযোগ দেননি বাংলাদেশের বোলারদের, ৬ উইকেটে ৪৩২ করে ঘোষণা করে দেন ইনিংস।

তামিম গতকাল (রোববার) ভবিষ্যদ্বাণী করেছেন, ‘বৃষ্টি না হলে এই টেস্টে ফল আসবেই।’ স্কোরবোর্ডের যে অবস্থা, ফল বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা শুধু ক্ষীণ বললেও তো হচ্ছে না।

সংক্ষিপ্ত স্কোর:
(চতুর্থ দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ২১১

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৮৪.৫ ওভারে ৪৩২/৬ (আগের দিন ৩৮/২) (উইলিয়ামসন ৭৪, টেইলর ২০০, নিকোলস ১০৭, গ্র্যান্ডহোম ২৩*, ওয়েটলিং ৮; জায়েদ ৩/৯৪, ইবাদিত ০/৮৪, মোস্তাফিজ ১/৭৪, সৌম্য ০/৩৫,  তাইজুল ২/৯৯, মুমিনুল ০/৪১)

নিউজিল্যান্ডের লিড- ২২১ রান

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:  ২৩ ওভারে ৮০/৩  (তামিম ৪, সাদমান ২৯, মুমিনুল ১০, মিঠুন ২৫*, সৌম্য ১২*  ; বোল্ট ২/৩৪, সাউদি ০/১৮, হেনরি ১/১৭, গ্র্যান্ডহোম ০/৩, ওয়েগনার ০/৮)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.