Sylhet Today 24 PRINT

রাজনীতিকে সৌরভের 'না'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে 'ক্লিন ইন্ডিয়া মিশন' -এ অংশগ্রহণে রাজি হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে রাজনীতিতে যোগদানের গুঞ্জনকে অস্বীকার করেছেন তিনি।

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

কিংবদন্তি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে 'ক্লিন ইন্ডিয়া মিশন' -এ অংশগ্রহণে রাজি হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে রাজনীতিতে যোগদানের গুঞ্জনকে অস্বীকার করেছেন তিনি। খবর: বাসস

অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, 'এটি একটি মহৎ উদ্যোগ। আমাকে কী করতে হবে দেশে ফেরার পর আমি তা জানব এবং সে অনুযায়ী কাজ করব।'

তিনি আরও বলেন, 'ভারত একটি বড় দেশ এবং বিশাল জনসংখ্যার কারণে সেখানে অনেক সমস্যা আছে। স্বাস্থ্য বিধিটা খুবই গুরুত্বপূর্ণ।'

তবে রাজনীতিতে যোগদানের গুজব অস্বীকার করে এই কিংবদন্তি ব্যাটসম্যান বলেন, 'আমি আগেও বলেছি রাজনীতিতে আমি আগ্রহী নই'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.