Sylhet Today 24 PRINT

টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৯

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় টানা তৃতীয়বারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত।

১ এপ্রিল ১০ লাখ ডলার অর্থ পুরস্কার জিতেছে বিরাট কোহলির দল।

এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতা ভারতের সংগ্রহ ১১৬ পয়েন্ট। দুইয়ে থাকা নিউ জিল্যান্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা।

১০৮ পয়েন্ট পাওয়া কেন উইলিয়ামসনের দল পেয়েছে ৫ লাখ ডলার। ১০৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকা জিতেছে দুই লাখ ডলার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পেরে উচ্ছ্বসিত ভারতের অধিনায়ক কোহলি বলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পেরে আমরা সত্যি গর্বিত। আমাদের দল সব সংস্করণেই ভালো করছে। কিন্তু টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে পারাটা আমাদের বাড়তি আনন্দ দেয়। আমরা সবাই টেস্ট ক্রিকেটের গুরুত্ব জানি।

২০০২ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা চালু হওয়ার পর থেকে প্রথম আট বছরে টানা পুরস্কারটি জিতে অস্ট্রেলিয়া। সব মিলে ভারত জিতেছে পাঁচবার। ২০১২ সালে একবারই জিতেছিল ইংল্যান্ড। আর ২০১৩ সাল থেকে টানা তিন বছর শিরোপা ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে বিশ্বকাপের পর আগামী আগস্টে শুরু হবে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। অংশ নেবে শীর্ষ নয়টি টেস্ট খেলুড়ে দেশ। ফাইনাল হবে ২০২১ সালের এপ্রিলের মধ্যে।

টেস্ট দলের র‌্যাঙ্কিং:
১. ভারত: ১১৬ পয়েন্ট
২. নিউজিল্যান্ড: ১০৮ পয়েন্ট
৩. দক্ষিণ আফ্রিকা: ১০৫ পয়েন্ট
৪. অস্ট্রেলিয়া: ১০৪ পয়েন্ট
৫. ইংল্যান্ড: ১০৪ পয়েন্ট
৬. শ্রীলঙ্কা: ৯৩ পয়েন্ট
৭. পাকিস্তান: ৮৮ পয়েন্ট
৮. ওয়েস্ট ইন্ডিজ: ৭৭ পয়েন্ট
৯. বাংলাদেশ: ৬৯ পয়েন্ট
১০. জিম্বাবুয়ে: ১৩ পয়েন্ট

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.