Sylhet Today 24 PRINT

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন পিডিবি উচ্চ বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৯

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০১৮-১৯ 'র সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত সিলেটের পিডিবি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল।

টিম ক্যাপ্টেন নাজমুল হোসেনের নেতৃত্বে ক্রিকেট দলটি গত ২১শে মার্চ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিমকে ১২৩ রানের টার্গেটে ৬ উইকেটে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পথ সুগম করে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আরিফা বিল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফ মিয়া মিলন, মো. আবু তাহের, মো. মহি উদ্দিনের নেতৃত্বে এ পর্যন্ত উক্ত টুর্নামেন্টের সকল ম্যাচের সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকে।

এর আগে পিডিবি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলটি সিলেট জেলা ও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গোলাপগঞ্জ এমসি একাডেমিকে হারিয়ে জেলার চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। আগামীতেও সর্বমহলের সহযোগিতা পেলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী।

জাতীয় পর্যায়ের খেলা আগামী ১৮ এপ্রিল হতে রংপুর জাতীয় ক্রিকেট গার্ডেন স্টেডিয়াম এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পিডিবি উচ্চ বিদ্যালয়ের টিম আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে বিদ্যুৎ বিভাগীয় কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় সোমবার (১৫ এপ্রিল) খেলোয়াড়দের খেলার সরঞ্জামসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। এদিন বিকাল ৫টায় প্রধান শিক্ষকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে তাদের হাতে সরঞ্জামাদি তুলে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী বাবু প্রবীর কুমার দে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অফিসের আঞ্চলিক হিসাব দপ্তরের উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণ।

মোহনা সুইট্স এর সৌজন্যে খেলোয়াড়দের ম্যাচ জার্সি প্রদান করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বাবু বিশ্বজিৎ গোপ।
 

বিদ্যালয় পরিচালনা কমিটির মাননীয় সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে এবং প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাস টুর্নামেন্ট বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.