Sylhet Today 24 PRINT

আলাভেসের বিপক্ষে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৯

আলাভেসকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।

আগস্টে লিগের প্রথম পর্বে আলাভেসকেই ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছিল এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

শেষ চার ম্যাচে আর মাত্র ৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।

বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সেলোনা ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষক বরাবর শট নেন লুইস সুয়ারেস। ফিরতি বল ধরে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া শট এক ডিফেন্ডারের পায়ে বাধা পায়।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় অতিথিদের। ডান দিক থেকে সের্হি রবের্তোর পাস ছেড়ে দেন সুয়ারেস। আর ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস আলেনা।

৬০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ডি-বক্সে বল আলাভেস ডিফেন্ডার টমাস পিনার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

২১ গোল নিয়ে আসরের গোলদাতার তালিকায় আগে থেকে দ্বিতীয় স্থানে থাকা করিম বেনজেমার পাশে বসলেন সুয়ারেস।

এর দুই মিনিট পর ওসমান ডেম্বেলেকে তুলে মেসিকে নামান কোচ। মাঠে নামার কিছুক্ষণ পরেই গোল পেতে পারতেন আর্জেন্টাইন তারকা। কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে তার নেওয়া শট পোস্টে লাগে। বাকি সময়ে তাদের আরও দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।

৩৪ ম্যাচে ২৪ জয় ও ও আট ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮০। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.