Sylhet Today 24 PRINT

সমালোচনার মুখে পরিবর্তন হচ্ছে বাংলাদেশ দলের জার্সি

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৯

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে পরিবর্তন আনা হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে উন্মোচন হওয়া বাংলাদেশ দলের নতুন জার্সি।

সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হক পাপন। (সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি)

প্রধানমন্ত্রীর নির্দেশেই জার্সি বদল করা হচ্ছে বলে জানা গেছে।

আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয় সোমবার (২৯)। জার্সিটি উন্মোচন হওয়ার পর থেকে এনিয়ে সমালোচনা শুরু হয়। সবুজ এই জার্সিতে বাংলাদেশের পতাকার আদলে লালের মিশ্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল আছে দাবি করে এমন জার্সি পরিবর্তনের দাবি তুলেন সমালোচনাকারীরা।

বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা হরফে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু কোথাও নেই লাল রঙ। পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষুব্ধ হন সমর্থকরা।

অবশেষে সমালোচনার প্রেক্ষিতে জার্সি বদলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.