Sylhet Today 24 PRINT

এই জার্সি দেখে কেউ পাকিস্তান মনে করলে তার পাকিস্তানেই থাকা উচিৎ: পাপন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

সমালোচনার মুখে বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি বদল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার নতুন জার্সি উন্মোচনের পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। সবুজ এই জার্সিকে অনেকে পাকিস্তানের সঙ্গেও তুলনা করেন।

তবে জার্সি বদলের সিদ্ধান্ত নিলেও এমন সমালোচনায় খেপেছেন বিসিবি প্রদান নাজমুল হক পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন,  ‘এখানে পাকিস্তানের পতাকার সঙ্গে তুলনা করার অবকাশই নেই। আমি আপনাদের একটি কথাই বলছি শুধু যে বাংলাদেশ যেখানে লেখা আছে সেখানে পাকিস্তান কীভাবে মনে করবে। টাইগারের ছবি এবং বিসিবির লোগো যেখানে আছে এরপরেও কেউ এটিকে বাংলাদেশ না মনে করে পাকিস্তান মনে করে ওর পাকিস্তানেই থাকা উচিৎ।’

মঙ্গলবার বিকেলে আগের জার্সি বদলে নতুন ডিজাইন দেখান বিসিবি প্রধান। কেবলই সবুজ রঙের বানানো জার্সিটি তিনি নিজে আগে দেখেননি বলে জানান। আগের ডিজাইনে পুরো জার্সিটিই ছিল কলাপাতা সবুজ। কলার ছিল গাঢ় সবুজ। বুকে বাংলাদেশ, পেছনে খেলোয়াড়ের নাম লেখা ছিল সাদা হরফে। জার্সিতে ছিল না লালের ছোঁয়া। নতুন জার্সির বুকের মধ্যে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে লাল। দুই বাহুতেও রাখা হয়েছে লাল রঙ। ট্রাউজারের স্ট্রাইপেও আছে লাল রঙের ছোঁয়া।

বিতর্ক এড়াতে জার্সি বদলে ফেলার পর বিসিবি প্রধান দেন নিজের অভিমত, ‘প্রথম কথা হচ্ছে অন্যান্য দেশে জাতীয় পতাকার সাথে জার্সির কোনো সম্পর্ক নেই। আপনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতকে দেখেন কোথাও নেই। তবে আজকাল বলা হচ্ছে জাতীয় পতাকার কথা। আমাদের ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সিতেও কিন্তু কোনো লাল ছিল না। সবুজের সঙ্গে হলুদ ছিল। জার্সির সঙ্গে জাতীয় পতাকার সম্পর্ক টেনে আনা আমার মনে হয় সম্পূর্ণ ভুল ধারণা। এটি আমরা শুরু করেছি, আমরা এটি দিচ্ছি এবং এটি দেয়ার চেষ্টা করে যাবো। অন্যান্য টুর্নামেন্টে যেগুলো জার্সি আছে সেখানে কিন্তু লাল সবুজ সবই আছে।’

তিনি জানান প্রথম ডিজাইনে বুকের বাংলাদেশ লেখার হরফ লাল রঙের করা হয়েছিল। পেছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বরও ছিল লাল রঙের। কিন্তু আইসিসির ব্রডকাস্টিং নীতিমালার অনুরোধে সেটা বদলে করা হয় সাদা রঙের, ‘আইসিসির অনুরোধেই কিন্তু আমরা লালটি সরিয়েছিলাম। অবশ্যই যখন এটি করেছি তখন অনেক কম সময় ছিল।’

বিসিবি প্রধান বলেন, ‘এটি তো আসলে আশ্চর্য কথা। তাহলে ধরুন আমি সবুজ ব্যবহার করবো না। হলুদ করলে কি আমরা অস্ট্রেলিয়া হয়ে যাবো, নীল করলে ভারত হয়ে যাবো? এগুলো আসলে বুঝতে পারছি না। এটাই পার্থক্য হচ্ছে যে আমরা আসার পরে শুধু লালটি রেখেছি সবুজের সাথে। এবারই প্রথম লালটি মিসিং ছিল। তবে সেটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি আমরা। সেটি না পারলে না পারতাম। কিন্তু যেহেতু সুযোগ আছে আমরা সেটি করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.