Sylhet Today 24 PRINT

ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন: মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

‘বাংলাদেশ দল যাচ্ছে বিশ্বকাপ খেলতে, সবাই দোয়া করবেন। ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন। সবাই একসঙ্গে বাংলাদেশ দলের পাশে থাকবেন। ইনশা আল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব।’

বুধবার (১ মে) সকালে বিমানবন্দরে এভাবেই  প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরই টাইগাররা নামবে বিশ্বকাপে। বিশ্বকাপ অভিযানে রওনা দেওয়ার আগে মাশরাফির মত দলের অন্য খেলোয়াড়েরা জানিয়েছেন তাদের লক্ষ্য ও স্বপ্নের কথা।

মোস্তাফিজুর রহমান
‘বিশ্বকাপ একটা বড় ইভেন্ট। বড় ইভেন্টে বড় লক্ষ্য নিয়েই যেতে হয়। আমরাও বড় লক্ষ্য নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন লক্ষ্যটা পূরণ করতে পারি।’

সৌম্য সরকার
‘বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চেষ্টা করব। লক্ষ্য থাকবে লম্বা ইনিংস খেলার, ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখার। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশা বেশি। আগে যেসব ভুল করেছি, সেগুলো এবার করা যাবে না।’

সাব্বির রহমান
‘অবশ্যই ভালো করার চেষ্টা করব। আগে যেভাবে ভালো খেলেছি, চেষ্টা করব এ বিশ্বকাপেও সেভাবে খেলতে।’

মেহেদী হাসান মিরাজ
‘এটা আমাদের অনেক লম্বা সফর। লম্বা এই সফরটা যেন আমরা ভালোভাবে শেষ করে আসতে পারি, দোয়া করবেন। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার।’

মোহাম্মদ মিঠুন
‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, অনেক রোমাঞ্চিত, সেটা বলব না। আমরা আমাদের দিকে শতভাগ চেষ্টা করব। আগে যে ভুল করেছি, সেটা করা যাবে না। দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন এবং আস্থা রাখবেন।’

সাইফউদ্দীন
‘আমাকে যেহেতু বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে, আমি চেষ্টা করব টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে।’

রুবেল হোসেন
‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। অবশ্যই আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। আমাদের সবার এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

তাসকিন আহমেদ
‘যাচ্ছি আয়ারল্যান্ড সফরের জন্য। দোয়া করবেন যেন আয়ারল্যান্ডে ভালো খেলে বিশ্বকাপ দলে সুযোগ পাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.