Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সময়সূচী

স্পোর্টস ডেস্ক |  ০৩ মে, ২০১৯

স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। আগেই জানিয়ে দেয়া হয়েছিল সে সিরিজের পূর্ণাঙ্গ সূচি।

তবে টিভি রাইটস এবং আয়োজক দেশের সুবিধা-অসুবিধা বিবেচনায় ম্যাচের সময়ের ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। অবশেষে টুর্নামেন্ট শুরুর সময় ঘনিয়ে আসতে জানা গেলো ম্যাচ শুরুর তথ্য।

রাজধানী ডাবলিনের মালাহাইড এবং অদূরবর্তী ক্লনটার্ফে পালাবদল করে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট)। অর্থাৎ সবগুলো ম্যাচই হবে দিনে। ফ্লাডলাইটের আলোয় খেলতে হবে না কোনো ম্যাচ।

আগামী ৫ মে থেকে শুরু হবে এ ত্রিদেশীয় সিরিজটি। তবে সে ম্যাচে খেলবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বসে থাকবে না টাইগাররাও।

ত্রিদেশীয় সিরিজ শুরুর দিনে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ক্লন্টার্ফে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের মিশন।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহাইড

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.