Sylhet Today 24 PRINT

দুপুরে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক |  ০৭ মে, ২০১৯

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ত্রিদেশীয় সিরিজের। আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ফুরফুরে মেজাজে ক্যারিবিয়ানরা। আর প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে মানসিকভাবে ব্যাকফুটে টাইগাররা।

ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হতে পারে এ সিরিজ। তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এর প্রতি বিশেষ নজর রাখছেন। গেলবার চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ড সফর করেন মাশরাফিরা। প্রস্তুতিটাও ভালো হয়েছিল। সেবার ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরে বেশ ভালো করেন তারা, খেলেন সেমিফাইনালে।

তবে এবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছে সফরকারীরা। তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন তারা। জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন সাকিব-তামিমরা।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে ৩৪টি ওয়ানডে খেলেছেন টাইগাররা। ২১ হারের বিপরীতে জয় ১১টিতে। হারগুলো অবশ্য আগের। বর্তমানে হিসাব-নিকাশ অনেক পাল্টেছে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগই জিতেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় সেই ধারা বজায় রাখতে পারেন কি না মাশরাফিরা।

ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ। দুই দলের লড়াই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.