Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডের সংগ্রহ ৩২৭

স্পোর্টস ডেস্ক |  ১১ মে, ২০১৯

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে অ্যান্ডি বলবার্নির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। ১২৪ বলে ১৩৫ রান করেছেন বলবার্নি। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

অন্যদের মধ্যে ৭৭ রান করেছেন ওপেনার পল স্টার্লিং। ৪০ বলে ৬৩ রান করেছেন কেভিন ও’ব্রাইন। ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন মার্ক অ্যাডেয়ার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শেল্ডন কটরেল ১টি, শ্যানন গ্যাব্রিয়েল ২টি, জ্যাসন হোল্ডার ১টি ও জনাথন কার্টার ১টি করে উইকেট শিকার করেন।

আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। ফিরে যান জেমস ম্যাককলাম। এরপর বলবার্নি ও পল স্টার্লিং ১৪৬ রানের জুটি গড়েন। দলীয় ১৬৫ রানে স্টার্লিং আউট হয়ে যান। তারা দুজনেই মূলত ভিত গড়ে দেন। পরে কেভিন ও’ব্রাইন ঝোড়ো ইনিংস খেলেন। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের সেরা স্কোর। এর আগে সেরা স্কোর ছিল ৩০৭।

সিরিজে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে। ৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগেরবারের দেখায় ১৯৬ রানে হেরেছিল আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ইনিংস: ৩০৭/৫ (৫০ ওভার) (পল স্টার্লিং ৭৭, জেমস ম্যাককলাম ৫, অ্যান্ডি বলবার্নি ১৩৫, উইলিয়াম পোর্টারফিল্ড ৩, কেভিন ও’ব্রাইন ৬৩, মার্ক অ্যাডায়ার ২৫*, গ্যারি উইলসন ৪*; শেল্ডন কটরেল ১/৬৭, কেমার রোচ ০/৬২, ফ্যাবিয়ান অ্যালেন ০/১৯, শ্যানন গ্যাব্রিয়েল ২/৪৭, জ্যাসন হোল্ডার ১/৫৫, অ্যাশলে নার্স ০/৩৭, রস্টন চেজ ০/১৩, জনাথন কার্টার ১/১৯)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.