Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জফরা আর্চার!

স্পোর্টস ডেস্ক |  ২১ মে, ২০১৯

আগামীকাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ইংল্যান্ড। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, জফরা আর্চারকে বিশ্বকাপ দলে রেখেছেন ইংলিশ নির্বাচকেরা।

জফরা আর্চারকে ছাড়াই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে এ পেসারকে রাখা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।

সে সিরিজেরই দ্বিতীয় ওয়ানডেতে আর্চার বিশ্রাম পেলে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে ভন বলেছিলেন, ‘সে চলে এসেছে (বিশ্বকাপ দলে)। মাত্র কয়েক ম্যাচ খেলা একজনকে বিশ্রাম দেওয়ার মানেই হলো তারা (নির্বাচকেরা) এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’


হ্যাঁ, নির্বাচকেরা সাবেক ইংলিশ অধিনায়কের আন্দাজমতোই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ইংলিশ সংবাদমাধ্যম প্রায় নিশ্চিতই করেছে, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পেতে যাচ্ছেন আলোচিত এ পেসার।

টেলিগ্রাফ জানিয়েছে, কাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ইংল্যান্ড। পেসার ডেভিড উইলির জায়গায় আর্চারকে ডাকার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নির্বাচকেরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন আর্চারের মধ্যে অমিত সম্ভাবনা দেখছে ইংল্যান্ড। বার্বাডোজে জন্ম নেওয়া এই বোলার ওয়েস্ট ইন্ডিজের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন বলে ইংল্যান্ড দলে আগেই তাকে নেওয়ার সুযোগ ছিল না। কাউন্টিতে খেলার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরই তাকে খেলানো হয়েছে ইংল্যান্ড জাতীয় দলে। আর এবার তার বিশ্বকাপ স্বপ্নও পূর্ণ হতে যাচ্ছে।

উইলি নতুন বলের পেসার। ক্রিস ওকস ও মার্ক উডের মতো পেসারও আছেন দলে। সংবাদমাধ্যম জানিয়েছে, আর্চারকে নিলে নতুন বলে এমনিতেই তিনজন পেসার পাওয়া যায়। চতুর্থ পেসার হিসেবে তাই উইলিকে প্রয়োজন নেই। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের উত্থানে উইলির অবদান কম নয়।

৪৬ ওয়ানডেতে ৫২ উইকেট পাওয়া এ পেসারের দুর্ভাগ্য, তার গতি আর্চারের চেয়ে বেশি নয়। ফ্ল্যাট উইকেটে ঘণ্টায় ৯০ মাইলের ওপরে বল করার সামর্থ্য রাখেন আর্চার। এ ছাড়াও সংক্ষিপ্ত সংস্করণে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন ২৪ বছর বয়সী আর্চার।

উইলি ছাড়াও দলে আরও একজনের কপাল পুড়বে। ব্যাটসম্যান জো ডেনলির জায়গায় অলরাউন্ডার লিয়াম ডসনকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা, এমনটাই জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম।

টেলিগ্রাফ তো আগেভাগেই ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দলের খেলোয়াড়দের নাম জানিয়ে দিয়েছে—জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট,এউইন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.