Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক |  ২১ মে, ২০১৯

ভারতের সাবেক কোচ অনিল কুম্বলে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন। বলছেন, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে মাশরাফির দল সেমিফাইনালে পৌঁছাতে পারে। কুম্বলে এজন্যে দলের সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের ভালো খেলার তাগিদ দিয়েছেন।

ভারতের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কুম্বলে বললেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না। গত কয়েক বছরে তারা সত্যি ভালো করছে। মাশরাফি বিন মুর্তজা খুবই ভালো অধিনায়ক। সে দলকে এক সুতোয় গেঁথে রাখতে পারে। মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তার অধিনায়কত্বে ভিন্ন বাংলাদেশ দেখা যাবে।’

অনিল কুম্বলে স্তুতি করলেন দলের বাকি চার সিনিয়র খেলোয়াড় নিয়েও, ‘তামিম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার। নিয়মিত রান করে চলেছে। সাকিব বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত এক অলরাউন্ডার। তার ১০ ওভার বোলিং ও ব্যাটিং— বাংলাদেশের অসাধারণ এক অলরাউন্ডার। মুশফিক-মাহমুদউল্লাহর ম্যাচ শেষ করে আসে। ওদের দারুণ সব খেলোয়াড় আছে।’

কুম্বলে প্রশংসার পাশাপাশি বাংলাদেশের সীমাবদ্ধতার কথাও তুলে ধরলেন সাক্ষাৎকারে। বললেন, ‘ওরা নকআউট পর্বে খেই হারিয়ে ফেলে। ২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি দেখুন। এই পর্যায়ে উঠে তারা পেরে ওঠে না। বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা এখানেই। তবে তাদের সামর্থ্য আছে।’

এবার কি বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারবে? ভারতের সবচেয়ে সফল বোলার কুম্বলে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যে দলে ভালো স্পিনার ও ভালো অভিজ্ঞতা আছে, যাদের কোচ একজন ইংলিশ, কন্ডিশন যার নখদর্পণে, শেষ চার উঠতেই পারে।

মাশরাফিদের শেষ চারে উঠতে এখন কী করণীয় সেটি বলছেন কুম্বলে, ‘ধারাবাহিকতা মূল ব্যাপার। এবার বিশ্বকাপের যে সূচি, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ সেরা চারে যাবে।’

কুম্বলে বলছেন, বিশ্বকাপে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদেরও, ‘বাংলাদেশ বড় দলকে হারাতে পারে। কোচ স্টিভ রোডস ইংলিশ কন্ডিশন খুব ভালো জানে। এটা উপকৃত করবে বাংলাদেশকে। তারা সবদিক দিয়েই ভালো করতে পারে, সে সামর্থ্য আছে। দলের সিনিয়রদের ওপর নির্ভর করছে ওরা কেমন করে। হ্যাঁ, সিনিয়ররা নিয়মিত ভালো করছে। তরুণদেরও ভালো করতে হবে। লিটন দাস-সৌম্য সরকারের সে সামর্থ্য আছে। তবে এরা ধারাবাহিক নয়। বিশ্বকাপে একজনকে দিয়ে ভালো করা যায় না। সবার ধারাবাহিকতা দরকার।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.