Sylhet Today 24 PRINT

সাকিব ‘ডেঞ্জারম্যান’, বললেন পন্টিং

স্পোর্টস ডেস্ক |  ২৬ মে, ২০১৯

রিকি পন্টিং নিয়ে ভূমিকার প্রয়োজন নেই, নামেই পরিচিত এক ক্রিকেট কিংবদন্তি। বিশ্বকাপ অভিজ্ঞতায় পন্টিংয়ের জুড়ি নেই। ক্রিকেটের সেরা এ টুর্নামেন্টে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার। অধিনায়ক হিসেবেও রেকর্ড তার দুর্দান্ত। সর্বোচ্চ ম্যাচ খেলা আর জয়ের রেকর্ডও তার। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন দুইবার। বিশ্বকাপ নিয়ে পন্টিং তাই যেকোনো কথা গুরুত্বপূর্ণ। এই পন্টিংয়ের কাছেই সাকিব আল হাসানের গুরুত্ব অন্যরকম। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলোকে বাংলাদেশের অলরাউন্ডারের ব্যাপারে ‘সাবধান’ করে দিয়েছেন। তিনি মনে করেন সাকিব সত্যিই একজন ‘ডেঞ্জারম্যান’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ এবার বিশ্বকাপে দলগুলোর বিপদজ্জনক খেলোয়াড়দের নিয়ে ধারাবাহিক আয়োজন করেছে। এ আয়োজনে বাংলাদেশের বিপজ্জনক ক্রিকেটার হিসেবে সাকিবকে বেছে নিয়েছেন পন্টিং। তার উক্তি, ‘বাংলাদেশের হয়ে সাকিব বিপজ্জনক। সে অনেক দিন ধরেই খেলছে। মাঠের নানা প্রান্ত দিয়ে রান করতে পারে। স্কয়ারে খুব শক্তিশালী। এ ছাড়া ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ডম্যানেও ভালো খেলে।’

সাকিবকে বেশ স্মার্ট ও চতুর ক্রিকেটার বলে মনে করেন পন্টিং। এবং সেটি বোঝা যায় যখন তার হাতে বল থাকে—এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক, ‘সাকিব কতটা চালাক তা বোঝা যায় হাতে বল থাকলে। বলে অতটা বাঁক নেই কিন্তু অসাধারণ গতি-বৈচিত্র্য। সব সময় আক্রমণাত্মক। অন্যান্য স্পিনারদের চেয়ে আর্ম বল অনেক বেশি ব্যবহার করে। তবে এখন বাকি স্পিনারদের চেয়ে সে আলাদা। বেশির ভাগ স্পিনার রান আটকাতে চায়। কিন্তু সে (সাকিব) অন্যভাবে ভেবে থাকে। প্রথম কয়েকটি বলে সে আপনাকে ক্রিজে রাখবে। এরপর গতি-বৈচিত্র্য এনে অপেক্ষা করবে কখন ব্যাটসম্যান তাকে মারতে আসবে।’

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা তাকে দলের বাকি ক্রিকেটারদের চেয়ে আলাদা করে তুলেছে বলে মনে করেন পন্টিং, ‘সাকিব অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আইপিএল ও বিগ ব্যাশেও খেলছে অনেক দিন ধরে। তার অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশ দলের জন্য। সে ও তামিম ইকবাল বিশ্বকাপে ভালো করতে পারে বলে মনে করি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.