Sylhet Today 24 PRINT

পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথ আজ

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৯

বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। সরফরাজ আহমেদের দল তো রীতিমতো উড়ছে! স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকেই তো হারিয়ে দিয়েছে তারা। অন্যদিকে, লঙ্কানরাও ‘বড় দলের’ মতো খেলা উপহার দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে দারুণ এক জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।

এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি এবারে মুখোমুখি হচ্ছে একে অপরের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াইয়ের মঞ্চ ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। ম্যাচ শুরু শুক্রবার (৭ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। শ্রীলঙ্কা কঠিন চ্যালেঞ্জই জানাবে, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। আলাদা করে বলেছেন প্রতিপক্ষের বোলারদের কথা। কেননা, ছোট লক্ষ্যের পেছনে ছোটা আফগানদের ধসিয়ে দিতে বিশাল ভূমিকা রেখেছিলেন নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা। প্রদীপ পেয়েছিলেন ৪ উইকেট। মালিঙ্গার ঝুলিতে গিয়েছিল ৩টি। ফ্লাওয়ার জানান, ‘তাদের (শ্রীলঙ্কার) প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল থাকতে হবে। তাদের দারুণ কিছু বোলার আছে। আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৫ রানে গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে চলতি আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ উইকেটে ৩৪৮ রান। পাকিস্তানের পক্ষেই সম্ভব এমনটা। নিজেদের দিনে যে কাউকে চমকে দিতে তাদের জুড়ি নেই। এই বাস্তবতা মেনে নিয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে চান লঙ্কান দলপতি কারুনারত্নে, ‘হ্যাঁ, পাকিস্তান আনপ্রেডিক্টেবল। কিন্তু আমি মনে করি, আত্মবিশ্বাস নিয়েই এ ম্যাচে আমরা মাঠে নামব। আমরা আমাদের সেরাটাই দেব। তাই বলে অতি-আত্মবিশ্বাসীও নই আমরা। দেখা যাক, আজ কী হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.