Sylhet Today 24 PRINT

রক্ষণে আক্রমণের পরিকল্পনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৯

আক্রমণাত্মক ক্রিকেট খেলে নয়, বরং রক্ষণাত্মক ক্রিকেটেই ইংল্যান্ডকে আটকে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘ওরা (ইংল্যান্ড) বেশ শক্তি নিয়ে আমাদের ওপর অ্যাটাক করবে, এটা খুবই স্বাভাবিক। অন্যান্য বড় দলের সাথে এটা ওরা করে থাকে।’

মাশরাফি বলেন, ‘সেক্ষেত্রে কোনো কোনো সময় ডিফেন্স এখানে ভালো অ্যাটাক।’

শনিবার মাঠে নামবে বাংলাদেশ। কার্ডিফে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের সঙ্গে।

আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় স্বাগতিকরা মরিয়া হয়ে আক্রমণ করবে এটাই মনে করছেন তিনি।

মাশরাফি বলেন, ‘ওরা বেশ শক্তি নিয়ে আমাদের ওপর অ্যাটাক করবে, এটা খুবই স্বাভাবিক। অন্যান্য বড় দলের সাথে এটা ওরা করে থাকে। ওরা হয়তো বা আরও বেশি চেষ্টা করবে। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেন, স্কিল দিয়ে বলেন। তা আটকানোর প্ল্যান আমাদের করতে হবে।’

মাশরাফি আরও বলেন, ‘ইংল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই বেশি অ্যাটাক করতে গেলে ডেমেজ হওয়ার চান্স বেশি থাকবে। কারণ গত চার বছর ধরে ওদের খেলার যে ধরণ সব সময় অ্যাটাকই করে। সেক্ষেত্রে কোনো কোনো সময় ডিফেন্স এখানে ভালো অ্যাটাক।’

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমত উড়িয়ে দেয় ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় তারা। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে। তবে পরের ম্যাচেই অল্পের জন্য হেরে যায় নিউজিল্যান্ডের কাছে।

কার্ডিফের সোফিয়া গার্ডেনের মাঠটি বাংলাদেশের খুব প্রিয়। ওই মাঠেই ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই মাঠেই জয় পায় বাংলাদেশ। মাত্র ৩৩ রানে চার উইকেট পড়ে গেলেও সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড ২৪৪ রানের জুটিতে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও ভালো। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.