Sylhet Today 24 PRINT

উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৯

উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে পর্তুগাল। 

পোর্তোয় নিজেদের মাঠে রোববার রাতে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ১-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই জয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে পর্তুগাল। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাটি জিতেছিল দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গেদেস।

৬০তম মিনিটে সাফল্যের দেখা পায় পর্তুগাল। বের্নার্দো সিলভার কাটব্যাক পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন ভালেন্সিয়ার মিডফিল্ডার গনসালো গেদেস।

এটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর উয়েফাভুক্ত দেশগুলোর অংশগ্রহণে প্রথম টুর্নামেন্ট যেখানে উয়েফাভুক্ত প্রতি দেশই অংশ নিয়েছে।

উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে তৃতীয় হয়েছে ইংল্যান্ড এবং চতুর্থ হয়েছে সুইজারল্যান্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.