Sylhet Today 24 PRINT

গ্লাভস থেকে সামরিক প্রতীক সরালেন ধোনি

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৯

উইকেট-কিপিং গ্লাভসে সামরিক প্রতীক ‘বলিদান ব্যাজ’ থাকায় সেটা সরিয়ে ফেলতে মহেন্দ্র সিং ধোনিকে অনুরোধ করেছিল আইসিসি। তাদের নিরাশ করেননি ভারতের উইকেটরক্ষক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে নতুন গ্লাভসে দেখা গেলো ধোনিকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। কিন্তু ম্যাচ শেষে ধোনির বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তোলে আইসিসি।

তাদের নীতিমালা অনুযায়ী উইকেটরক্ষক গ্লাভসে কেবল নির্মাতাদের প্রতীক থাকতে পারে। এর বাইরে কিছু নয়।

ভারতের রিজার্ভ টেরিটোরিয়াল আর্মির একজন সদস্য হিসেবে ধোনির গ্লাভসে এই সামরিক প্রতীক থাকাকে স্বাভাবিক চোখে দেখেছেন দেশের ক্রিকেট সমর্থকরা। বরং তার দেশপ্রেমের প্রশংসা করেছেন অনেকে।

এই গ্লাভস পরা ধোনির ছবিও হয় ভাইরাল।

আইসিসির এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করে চিঠিও দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। যে কোনও শাস্তি উপেক্ষা করে এই গ্লাভস পরেই ধোনি মাঠে নামবেন বলে জানান বোর্ড কর্মকর্তারা।

শেষ পর্যন্ত ধোনি নিজেই নমনীয় হলেন। বিতর্ককে একপাশে সরিয়ে রেখে পেশাদার ক্রিকেটারের পরিচয় দিলেন নতুন গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে। তার ঝড়ো ইনিংসের সঙ্গে শিখর ধাওয়ানের সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও কোহলির হাফ সেঞ্চুরিতে ৩৫৩ রানের লক্ষ্য তারা দিয়েছে অস্ট্রেলিয়াকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.