Sylhet Today 24 PRINT

ইমরান তাহিরের ঘূর্ণিতে ১২৫ রানে অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

প্রথম দফা বৃষ্টির পর বিনা উইকেটে ৩৩ রান নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তোলে আফগানিস্তান। পরে খেলা শুরু হলেও আবারো বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি।

তবে দ্বিতীয়বার বৃষ্টি শুরুর আগে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করে আফগানিস্তান। এরপর আবার খেলা শুরু হলে মাত্র ৫৬ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় তারা। নয় নম্বরে নেমে ৩৫ রান করেন রশিদ খান। ইমরান তাহির একাই শিকার করেন ৪ উইকেট।

দ্বিতীয় দফা বৃষ্টির কারণে ৪৮ ওভারে ম্যাচ নির্ধারণ করা হয়। খেলা শুরু হলে এক রান যোগ করতেই আফগানরা হারায় চার উইকেট। প্রথমে হাসমতউল্লাহ শহীদী, ডু প্লেসির হাতে ক্যাচ দেন তিনি। এরপর ইমরান তাহিরের স্পিনে ডাবল ব্রেক থ্রু। প্রথম ওভারের প্রথম বলে বোল্ড করেন নুর আলি জাদরানকে , একই ওভারের পঞ্চম বলে আসগর কট অ্যান্ড বোল্ডের শিকার হন।
 
বিপদে হাল ধরার জন্য আফগান দলে পরিচিত নাম মোহাম্মদ নবী। তবে এবার তিনিও পরাস্ত হন। ফেলুকওয়াহোর বলে আউট মাত্র ১ রানে। ৭৭ রানের মাথায় ইমরান তাহির ফিরিয়ে দেন গুলবদন নায়েবকে।  অষ্টম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন ইকরাম খিল ও রশিদ খান। মরিসের বলে ইকরাম আউট হলে ১১১ রানে ৮ উইকেটের পতন ঘটে আফগানদের। রশিদ খান আউট হলে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছে আফগানরা।

এ নিয়ে বিশ্বকাপ আসরে চতুর্থ ম্যাচ আফগানিস্তানের। আগের তিন ম্যাচের প্রতিটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। অপরদিকে, তিন ম্যাচ হারের পর বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে এক পয়েন্ট দখল করেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে পঞ্চম ম্যাচ ম্যাচ খেলছে প্রোটিয়ারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.