Sylhet Today 24 PRINT

ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে সেরা দশে সাইফউদ্দিন-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৯

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ হয়ে গেছে। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার শীর্ষে আছেন সাকিব। বল হাতেও টুর্নামেন্টে এ পর্যন্ত ভালই করছেন বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশ দলের দুই বোলার মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা পাঁচ বোলারের তালিকায় ঠাঁই পেয়েছেন সাইফুদ্দিন। একই ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

এখন পর্যন্ত ৪ ইনিংসে ব্যাট করে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ৩৮৪ রান। হাঁকিয়েছেন দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সেঞ্চুরি হাঁকানোয় এখন তার সামনে হ্যাটট্রিকের সুযোগ।

সাইফউদ্দিন ও মোস্তাফিজ দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপে খেলছেন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ধারাবাহিকভাবে উইকেট শিকার করছেন। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে আছেন তিনি। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ সমান ম্যাচে ৭ উইকেট নিয়ে যৌথভাবে নয় নম্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.