Sylhet Today 24 PRINT

শ্রদ্ধার সাথে বাংলাদেশকে হুঙ্কারও দিলেন আফগান অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০১৯

ভারতকে কাঁপিয়ে দিয়ে হেরেছে আফগানিস্তান। এমন একটা দিন পেলে যে কারও জন্য ম্যাচ কঠিন করে তোলার সামর্থ্য তাদের আছে বললেন অধিনায়ক গুলবাদিন নাইব। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচও এই মাঠেই। গত কয়েক বছরে দারুণ উন্নতি করা মাশরাফির দলের প্রতি শ্রদ্ধা থাকলেও তাই হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

ভারতের কাছে হারের দুই দিন পরই আবার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে যেমন পারফর্ম করেছেন খেলোয়াড়রা, বাংলাদেশের বিপক্ষে একই রকম হবে মানছেন না নাইব। তবে চেষ্টা করতে দোষ কী! আফগান অধিনায়ক বললেন, ‘আমরা এরই মধ্যে এই উইকেটে খেলেছি, কিন্তু ক্রিকেট খেলা নির্ভর করে বর্তমানের ওপর, আপনি কেমন খেলেন, কন্ডিশন কেমন; বিশেষ করে ইংলিশ কন্ডিশনে। গতকাল ছিল রৌদ্রোজ্জ্বল দিন, আমাদের জন্য ভালো ছিল, দুই দলের জন্যই। আমরা হেরেছি, কিন্তু ভালো কিছুও করেছি। বাংলাদেশের বিপক্ষে আরও বেশি চেষ্টা থাকবে।’

গত কয়েক বছরে বাংলাদেশের উন্নতি আফগানিস্তানের চোখ এড়ায়নি। নতুন অধিনায়ক নাইব তো মাশরাফির নেতৃত্বে মুগ্ধ, ‘বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকান, তারা গত কয়েক বছরে সত্যিই ভালো করছে। বিশেষ করে যখন থেকে মাশরাফি অধিনায়ক। প্রত্যেক বিভাগে তারা উন্নতি করছে। এশিয়ার বাইরে কয়েকটি দেশ ভুগলেও গত চার বছরে তারা অনেক এগিয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে। মাশরাফি সত্যিই দারুণ নেতৃত্ব দিচ্ছেন দলকে।’

তবে এই বাংলাদেশকেই ভোগাতে মরিয়া নাইব। তিন স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানকে মূল অস্ত্র বানাতে চান অধিনায়ক, ‘আমি সত্যিই বাংলাদেশকে দেখে মুগ্ধ। তারা টুর্নামেন্টে ভালো শুরু করেছে, এটা আমরা সহজভাবে নিচ্ছি না। যদি উইকেট আমাদের স্পিনারদের সাহায্য করে তাহলে প্রত্যেকের জন্য ম্যাচটা কঠিন করতে পারি, সেটা শুধু বাংলাদেশের বিপক্ষে নয়। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। উইকেট অনুকূলে থাকলেই হলো। কাল (সোমবার) নতুন একটা দিন।’

অন্যদের মতো আফগানিস্তানও সতর্ক সাকিবকে নিয়ে। তবে বাঁহাতি অলরাউন্ডারের সঙ্গে দলের দুই স্পিনার নবী ও রশিদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ফায়দা নিতে চান নাইব, ‘সাকিব, কেউ বলবে না যে তারা তাকে থামাতে পারবে। কিন্তু কাল নতুন একটা দিন, একেবারে ভিন্ন দিন। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব, ফ্র্যাঞ্চাইজিতে নবী ও রশিদের সঙ্গে খেলেছে। যদি কাল দিনটা তার হয়, তাহলে সে ভালো খেলবে। কিন্তু যদি দিনটা আমাদের হয়, তাহলে সেটা শুধু সাকিব নয় প্রত্যেকের জন্য কঠিন হবে।’
   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.