Sylhet Today 24 PRINT

বার্সেলোনাকে বিশেষ সম্মাননা দিচ্ছে উয়েফা

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের আলো থাকবে স্প্যনিশ ক্লাব বার্সেলোনার ওপর। এই টুর্নামেন্টে পাঁচটি শিরোপা জেতা স্পেনের ক্লাবটিকে বিশেষ সম্মানে ভূষিত করবে উয়েফা।

আগামী বৃহস্পতিবার ড্র অনুষ্ঠাৃন হবে মোনাকোতে। একই দিনে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও দেওয়া হবে।

এই অনুষ্ঠানে 'ব্যাজ অব অনার' পাবে বার্সেলোনা। ইউরোপ সেরার লড়াইয়ে কমপক্ষে পাঁচটি শিরোপা জিতে এর আগে এই সম্মান অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। টানা তিনটি শিরোপা জয়ী আয়াক্সও এই ক্লাবের সদস্য। 

'ব্যাজ অব অনার' গ্রহন করতে এদিন মঞ্চে থাকবেন বার্সেলোনার পাঁচটি শিরোপা জয়ী দলের ভিন্ন ৫ জন প্রতিনিধি।

১৯৯২ সালের দল থেকে থাকবেন আন্দোনি সুবিসার্রেতা। ২০০৬ সালে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের প্রতিনিধি হয়ে থাকবেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার জুলিয়ানো বেল্লেত্তি। ২০০৯ সালের দল থেকে কার্লোস পুয়োল, ২০১১ সালে শিরোপা জেতা দলের এরিক আবিদালের সঙ্গে থাকবেন এবছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের আন্দ্রেস ইনিয়েস্তা।

উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদের ক্রিস্তয়ানো রোনালদোর সঙ্গে আছেন বার্সেলোনার আক্রমণভাগের জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.