Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ান স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। দলে আছেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার টিম কাহিল।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্যে অস্ট্রেলিয়া এ দল ঘোষণা করল। বাংলাদেশ এখনও তাদের দল ঘোষণা করেনি।

এশীয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ সেপ্টেম্বর মামুনুল-এমিলি-হেমন্তদের মাঠে নামতে হবে। পার্থে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই প্রথম বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে মামুনুলরা।

অজিদের ঘোষিত ২৩ সদস্যের এই দলে রয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার টিম কাহিল। আরও রয়েছেন ভ্যালেন্সিয়ায় খেলা গোলরক্ষক ম্যাথিউ রায়ান, বায়ার লেভারকুজেনের ফরোয়ার্ড রবি ক্রুজ, ইংলিশ প্রিমিয়ারের দল ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার মাইল জেদিনাক।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ (২০১০) এবং ব্রাজিল বিশ্বকাপে (২০১৪) খেলা মাইল জেদিনাককে অধিনায়ক আর দেশের জার্সি গায়ে ৮৩ ম্যাচ খেলা টিম কাহিলকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার কোচ আগ্নে পোস্তেকোগলো।

অস্ট্রেলিয়া দল: অ্যালেক্স কিসাক, অ্যাডাম ফেডরিসি, ম্যাথিউ রায়ান, ম্যাথু স্পিরানোভিচ, অ্যালেক্স উইকিনসন, এজাজ বেহিচ, জেসন ডেভিডসন, তারেক এলরিচ, বেইলি রাই, রায়ান ম্যাকগোয়ান, মার্ক মিলিগাম, মাইল জেদিনাক, টমি ওয়ার, মাসিমো লুয়োনগো, ম্যাট ম্যাকেই, টম রজিক, অ্যারন মুই, জ্যাকসন অরভিন, টিম কাহিল, ম্যাথু লেকি, টমি জুরিক, নাথান বার্নাস, রবি ক্রুজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.