Sylhet Today 24 PRINT

‘আমি ও ইজহান তোমার জন্য গর্বিত’

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৯

চলতি বিশ্বকাপে পাকিস্তানের ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এরপর আর খেলা হয়নি। এমনকি লর্ডসে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচেও একাদশে জায়গা হয়নি পাকিস্তান দলে সবচেয়ে অভিজ্ঞ শোয়েব মালিকের।

ওই ম্যাচ শেষেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শোয়েব মালিক। আর তাঁর স্ত্রী জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি ও ইজহান তোমার জন্য গর্বিত।’ ইজহান মির্জা মালিক হচ্ছে শোয়েব ও সানিয়া দম্পতির আটমাস বয়সী ছেলে।

লর্ডসে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে বিশ্বকাপ মিশন শেষ করেছে পাকিস্তান। ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার শোয়েব মালিক। তবে তাঁকে দলে রাখা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি মিকি আর্থারের (পাকিস্তানের কোচ) বিশ্বস্ত ছিলেন কিন্তু পরে আপনাকে ড্রপ করা হল, এ নিয়ে আপনার কোনো আক্ষেপ?’

শোয়েব মালিক হেসে জবাব দেন, ‘যখন আপনি হারছিলেন, অনেক প্রত্যাশা ছিল বিশেষ করে সিনিয়রদের কাছ থেকে,তখন পারফরম্যান্স যদি না আসে, তখন পরিবর্তন অবশ্যই করা উচিত, সেটা খারাপ না। দল জিতেছেও তারপর। আমার জায়গায় যে এসেছে সে ভালো খেলেছেও। তবে হ্যাঁ, কাউকে দুই ম্যাচেই বিচার করাটা বেশিই, এই আফসোস থাকবে।’

ওই ভিডিওটা টুইটারে দেন সানিয়া মির্জাই। সানিয়া লেখেন, ‘তুমি তোমার দেশের জন্য ২০ বছর ধরে খেলেছ। সম্মান ও বিনম্রতার সঙ্গে তুমি তা করেছ। তোমার অর্জন এবং তোমাকে নিয়ে আমি এবং ইজহান গর্বিত।’

 ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শোয়েব মালিক। দেশের হয়ে ২৮৭ ওয়ানডেতে মোট সাত হাজার ৫৩৪ রান করেছেন তিনি। যার মধ্যে নয়টি সেঞ্চুরি ও ৪৪ হাফসেঞ্চুরি ছিল। এর আগে ২০১৫ সালের নভেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.