Sylhet Today 24 PRINT

ব্যাটিং গড়ে সবার ওপরে তামিম–ইমরুল জুটি

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন শিহরণ জাগানো এক দল। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন কেমন মিইয়ে যায়। বাংলাদেশ এখনো যেন শিক্ষানবিশ। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম।

বাংলাদেশের এই নাজুক অবস্থানের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করেন অনেকে। কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে ভিন্ন কথা। গত তিন বছরে ওপেনিং জুটির গড় হিসেবে বাংলাদেশের ওপেনারদের স্থান সবার ওপরে।!

২০১২ সালের পর থেকে পরিসংখ্যান ঘেঁটে জানা গেছে, এই দীর্ঘ সময়ে টেস্ট দলের হয়ে কমপক্ষে পাঁচটি ইনিংসে ওপেন করতে নামা জুটিদের মধ্যে তামিম ইকবাল ও ইমরুল কায়েস বেশ বড় ব্যবধানে এগিয়ে। তাঁদের ওপেনিং জুটির গড় ৮৭.১১।

দ্বিতীয় স্থানে দুই ইংলিশ ওপেনার নিক কম্পটন ও অ্যালিস্টার কুক, তাঁদের গড় ৫৭.৯৩। তৃতীয় চলতি ওভাল টেস্টে শেষবারের মতো জুটি বেঁধে ব্যাট করতে নামা ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। তাঁরা জুটি বেঁধে গড়ে ৫১.৩২ রান তুলেছেন।

আরেকটি ক্ষেত্রে সবার ওপরে বাংলাদেশের দুই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন ইমরুল-তামিম। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ওপেনিং জুটিতে গত তিন বছরে ৩০০ রান করতে পারেননি অন্য কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের। ভারতীয় যুগলের সর্বোচ্চ সংগ্রহ ২৮৯ রান। তবে এই সময়ে জুটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ান জুটি ওয়ার্নার ও রজার্স। এই দুই ওপেনার এই সময়ে মোট ২০৫৩ রান তুলেছেন ১৪১ ইনিংসে। এই সময়ে নয়টি শতরানের জুটিও গড়েছেন এই দুই ওপেনার। বাংলাদেশের দুই ওপেনারের মিলিত সংগ্রহ ১০ ইনিংসে ৭৮৪ রান, শতরানের জুটি দুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.