Sylhet Today 24 PRINT

সেমিতে খাজা-স্টোইনিসের খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৯

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে খেলা অসিরা শিরোপা লড়াইয়ের আগে পড়লো ভয়ানক চোট সংশয়ে। চোটের কারণে টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাজা ও অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের সেমিফাইনাল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫ বল খেলে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে রিটায়ার্ড হার্ট হতে হয়েছিল খাজাকে। তার অবস্থা যে খুব একটা ভালো নয় তা ম্যাচের পর জানিয়েছেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘উসমানের অবস্থা খুব একটা ভালো নয়। এর আগেও তার এমন হয়েছে। একই চোটে তেমন কিছুই বোধ করছে সে। তাই বদলির কথা বললে আমাদের সেই সময়টা এখন নেই।’

শুরুতে রিটায়ার্ড হার্ট হলেও ম্যাচের শেষভাগে নামতে হয়েছিল খাজাকে। কিন্তু তাতেও খুব বেশি কিছু করতে পারেননি তিনি।

অপর দিকে অলরাউন্ডার স্টোইনিসের অবস্থা নিয়েও খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়ের সময় বল ছুঁড়তে গেলে ডান দিকে টান পড়ে তার। ফলে তিন ওভারের বেশি বল করতে পারেননি। ব্যাটিংয়ের সময়ও অস্বস্তিটা টের পাওয়া যাচ্ছিল।

তার চোট নিয়ে ফিঞ্চ জানালেন এখনও ব্যথা রয়ে গেছে স্টোইনিসের, ‘মার্কাসের ব্যথা রয়ে গেছে। স্ক্যান করার পরেই বলা যাবে তার অবস্থা।’

চোটের কারণে ইতোমধ্যে শন মার্শকে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তার বদলে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.