Sylhet Today 24 PRINT

গাভাস্কারের সমালোচনার ঘোড়া ছুটছেই!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৫

মাঠের পারফম্যান্স যাই হোক মাঠের বাইরে যেন চাবুক হাতে বসে আছেন ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার। একের পর এক সমালোচনা করেই চলেছেন তিনি, যেন অদম্য গতির সমালোচনার ঘোড়া ছুটছেই!

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট লজ্জাজনক পরাজয়ের পর বলেছিলেন তারা যেন গালভরা বুলি কম আওড়ে সত্যিকারের ক্রিকেট রপ্ত করতে। এবার দলের বোলারদের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। এই দলে নাকি পাঁচ উইকেট পাওয়ার মতো বোলারই নেই!

টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিরাট কোহলি বিপক্ষের ২০ উইকেট পাওয়ার দিকে জোর দিয়েছেন। এ উদ্দেশ্যে দলে পাঁচ বোলারও খেলাচ্ছে ভারত।

এদিকে গাভাস্কার মনে করছেন, পাঁচ বোলারেও কাজ হবে না। কারণ ভারতীয় দলে মানসম্পন্ন বোলারেরই অভাব। বিশেষ করে স্টুয়ার্ট বিনির মতো বোলারকে দলে নেওয়ায় বিরক্ত গাভাস্কার। বিনিকে টেস্ট বোলার মানতেই রাজি নন গাভাস্কার।

তাঁর মতে, এই টেস্টে ভারত সোয়া চারজন বোলার নিয়ে মাঠে নেমেছে!

গাভাস্কার বলেছেন, ‘ভারতের তো পাঁচ উইকেট নেওয়ার মতো বোলারই নেই। নিজেদের ভালো দিনে ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন হয়তো পাঁচ উইকেট নিতে পারে, ব্যস এই দুজনই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.