Sylhet Today 24 PRINT

টিম ইন্ডিয়ার পাশে শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক |  ১২ জুলাই, ২০১৯

ভারত-পাকিস্তানের মধ্যে সব সময়ই একটি অদৃশ্যমান প্রতিদ্বন্দ্বীতা সেই অতীত থেকে। রাজনৈতিক কিংবা ক্রিকেটের ময়দানেও তারা একে অপরের বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। আর সেই প্রতিদ্বন্দ্বীতা ছড়িয়ে পড়ে ক্রিকেটারদের মধ্যেও। তাই তো বিভিন্ন সময়ে দেখা মেলে দুই দেশের ক্রিকেটাররা নানান বিতর্কে জড়িয়ে পড়ছে। তবে এবারের বিশ্বকাপের পর ঘটেছে এক অভিনব ঘটনা। সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিদের সমালোচকদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে শীর্ষ দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করে ভারত। প্রতিপক্ষ চতুর্থ দল হিসেবে সেমিতে খেলতে আসা নিউ জিল্যান্ড। ভারতের গ্রুপ পর্বের বিধ্বংসী পারফরম্যান্স আর কিউইদের ধুকতে থাকা ফর্মের কারণে মনে হতেই পারে খুব সহজেই ফাইনালে পৌঁছবে বিরাট কোহলির দল। তবে সব সমীকরণ পাল্টে গেল বৃষ্টিতে প্রথম দিনের খেলা সম্পন্ন না হওয়ায়। রিজার্ভ-ডে’তে ভারতের সামনে জয়ের লক্ষ্যে মাত্র ২৪০।

আর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানের রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির উইকেট হারায় ভারত। এরপর ধোনি এবং জাদেজার লড়াই। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি ফাইনালের টিকিট। আর এই হারের পরেই সামাজিক গণমাধ্যম কিংবা ভারতীয় গণমাধ্যম মেতেছেন ধোনি এবং কোহলির সমালোচনায়।

আর যখন ভারতীয় গণমাধ্যম সমালোচনায় মত্য সেখানে কোহলিদের সমর্থন যোগাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে খেলা শোয়েব আখতার। কোহলিদের সমর্থন দিয়ে শোয়েব বলেন, ‘কোহলিকে এ ধরনের সমালোচনা আসলেই অবাঞ্ছনীয়। ভারতকে ও অনেক ম্যাচ জিতিয়েছে। এ ধরনের সমালোচনা ওর প্রাপ্য নয়।’

এছাড়াও মহেন্দ্র সিং ধোনির অবসরের বিষয় নিয়েও কথা বলেন শোয়েব আখতার, তিনি বলেন, ‘আমার মনে হয় এটাই ধোনির শেষ ম্যাচ ছিল ভারতের হয়ে। তবে এটা ওর নিজেরই সিদ্ধান্ত নিতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ওকে বাদ দেওয়ার আগে নিজে থেকেই সরে যাওয়া ভাল হবে। তবে এই ম্যাচ হারে ধোনিকে দোষ দেওয়াটা অনেক বড় ভুল।’

কোহলি সম্পর্কে শোয়েব আরও বলেন, ‘কোহলি তিন নাম্বারে ব্যাট করতে নেমে ভারতকে অনেক ম্যাচ একা হাতে জিতিয়েছে। সেও একজন মানুষ। তাই সব ম্যাচ তার একার পক্ষে জেতানো সম্ভব নয়। কিন্তু তার মানে এই না যে ভারতের ইতিহাসের একজন সেরা ব্যাটসম্যানের এভাবে সমালোচনা করতে হবে।’

ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড আর বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড। লর্ডসে রোববার (১৪ জুলাই) ফাইনালে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.