Sylhet Today 24 PRINT

পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশের এমপিরা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৯

পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। তাতে ‘বিশ্বকাপ’ শিরোপা হাতছাড়া হলো লাল-সবুজ জার্সিধারীদের। মাশরাফিদের পথ ধরে আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিততে পারলেন না দুর্জয়-পলকরা।

হোক না ‘ফান’ টুর্নামেন্ট, তবুও তো লাল-সবুজের প্রতিনিধি বলে কথা।

শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে গিয়েছিল বাংলাদেশ সাংসদরা। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে ফাইনালে ছিল ফেভারিট। তাছাড়া গ্রুপের লড়াইয়ে যাদের হারিয়ে শুভসূচনা করেছিল, সেই পাকিস্তানই ছিল ফাইনালের প্রতিদ্বন্দ্বী।

কিন্তু শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেই পাকিস্তানই বাধা হয়ে দাঁড়াল।

ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। তাই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো নাঈমুর রহমান দুর্জয়, মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, জুনায়েদ আহমেদ পলকদের নিয়ে গড়া দলটিকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ব্যাটসম্যানরা ছন্দে থাকলেও ফাইনালে জ্বলে উঠতে পারেননি তারা।

ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও কিছু করতে পারেনি বাংলাদেশ। তাই মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভার আগেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ৩৭ রানের বড় জয় পায় বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬২ রানে এবং অল স্টার্স পার্লামেন্ট দলকে ২০ রানে হারিয়েছিল দুর্জয়ের ‍নেতৃত্বের দলটি।

ফাইনাল শেষে আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর সংসদ সদস্যরা ১৪ জুলাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে লর্ডসে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন।

বাংলাদেশের সংসদ সদস্য দল: মোহাম্মদ শাহরিয়ার আলম (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ ইসলাম জ্যাকব (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার)(ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় (বাগেরহাট-২), ছোট মনির (টাঙ্গাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), ফাহিম গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন (রাজশাহী-৩) ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি (গাইবান্ধা-১)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.