Sylhet Today 24 PRINT

ঢাকা ডায়নামাইটসে খেলবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগান

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে তারার হাট বসতে যাচ্ছে। শেন ওয়াটসন ও জেপি ডুমিনির পর বিপিএলে নাম লিখিয়েছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের ৪৪ বছরের আক্ষেপ ঘোচানো বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে দেখা যাবে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে।

ঢাকার ডায়নামাইটসের অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ।

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলেছেন, ‘বিপিএলের পরবর্তী আাসরের জন্য আমরা মরগানের সঙ্গে চুক্তি করেছি। সংক্ষিপ্ত সংস্করণে তার বিশাল অভিজ্ঞতা আমরা বিবেচনা করেছি। আশা করি পুরো আসরের জন্য আমরা তাকে পাব।’

চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। আসরকে ঘিরে দলগুলো এরই মধ্যে ঘর গোছাতে শুরু করেছে। প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। তারই অংশ হিসেবে মরগানকে দলে ভেড়াল ঢাকা।

এদিকে মরগান দলে আসায় ঢাকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক মৌসুম ধরে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিষয়টি ভাবাচ্ছে নিজামকেও।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এ নিয়ে ভাবছি। কারণ আপনারা জানেন সাকিব আমাদের দলে আছে। তিনি অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.