Sylhet Today 24 PRINT

হঠাৎ করে শ্রীলঙ্কা সিরিজের দলে শফিউল

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে আরও একজন খেলোয়াড় যুক্ত হলেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শফিউল ইসলামের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

আজ বুধবার কলম্বোতে দলের সঙ্গে শফিউলের যোগ দেওয়ার কথা। ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেন এই পেসার। দুই দিন পরই তাকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হচ্ছে।

শ্রীলঙ্কায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৫ উইকেটে ম্যাচটি জিতেছে তারা। কিন্তু এই ম্যাচে কারও চোট পাওয়ার কিংবা বাদ পড়ার খবর শোনা যায়নি। এরপরও একজন খেলোয়াড়কে দেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে।

এই সফরের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। সবশেষ ঘোষণায় সেটা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

একাদশে জায়গা পেতে হলে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে লড়তে হবে শফিউলকে। অবশ্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে খেলা হয় না ২৯ বছর বয়সী এই পেসারের। ২০১৭ সালে টেস্টে শেষবার বাংলাদেশের হয়ে খেলেন তিনি। আর সবশেষ ওয়ানডে খেলেন ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর কয়েকবার দলে ডাক পেলেও একাদশে থাকা হয়নি শফিউলের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.