Sylhet Today 24 PRINT

এক ম্যাচ নিষিদ্ধ মেসি, দেড় হাজার ডলার জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখা লিওনেল মেসিকে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে।

দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা মেসিকে এক হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়।

চিলির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গারি মেদেলের সঙ্গে ধাক্কাধাক্কিতে ‘বিতর্কিতভাবে’ লালকার্ড দেখেন মেসি। আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি তিনি।

পরে আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে দুর্নীতি করেছে বলে মন্তব্য করেন আর্জেন্টিনা অধিনায়ক।

কনমেবল বৃহস্পতিবার জানায়, মেসির মন্তব্যগুলো মেনে নেওয়া যায় না। তবে তারা পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে কঠিন শাস্তি দেয়নি।

এছাড়া আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাওদিও তাপিয়াকে কনমেবল ফিফায় তাদের প্রতিনিধির পদ থেকে সরিয়ে দিয়েছে। তাপিয়াও ব্রাজিলে কোপা আমেরিকা চলার সময় কনমেবলের কঠোর সমালোচনা করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.