Sylhet Today 24 PRINT

সাঙ্গাকারাকে ব্রিটেনে শ্রীলঙ্কান হাইকমিশনার হওয়ার প্রস্তাব

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

শ্রীলঙ্কার ক্রিকেট লেজেন্ড কুমার সাঙ্গাকারা ব্রিটেনে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার সকালে এই ঘোষণা দেন। খবর বিবিসির।

কুমার সাঙ্গাকারা এই প্রস্তাবের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। সাঙ্গাকারা তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেললেন ভারতের বিপক্ষে।

এই টেস্টে শ্রীলংকা ২৭৮ রানে হারলেও সাঙ্গাকারার বিদায় অনুষ্ঠানটি ছিল আজই। খেলা শেষে তাঁর বিদায় অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের কাছে সাঙ্গাকারা বলেছেন, “হাইকমিশনার হবার যে প্রস্তাব প্রেসিডেন্ট দিয়েছেন তা শুনে আমি খুবই অবাক হয়েছি। এ বিষয়ে তাঁর সাথে আলোচনা করতে হবে”।

সম্প্রতি তিনি নিজেই জানিয়েছিলেন এ বছরের গোড়ায় বিশ্বকাপের পরই তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নির্বাচকদের অনুরোধে আরও কয়েকটা টেস্ট খেলতে রাজি হন তিনি।

মাসকয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে বারো হাজার রান পূর্ণ করেন কুমার সাঙ্গাকারা– যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম।

টেস্ট, ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি এই তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সাঙ্গাকারার মোট রানের সংগ্রহ প্রায় ২৭ হাজার, শচিন টেন্ডুলকারের ঠিক পরেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.