Sylhet Today 24 PRINT

এবার এমফিল করতে জাবি ক্যম্পাসে মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৫

আবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এবার শিক্ষার্থী হিসেবে নয়, গবেষক হিসেবে ফিরছেন প্রিয় ক্যাম্পাসে।

এমফিলে ভর্তি হতে সোমবার দুপুর সাড়ে ১২টায় জাবির ইতিহাস বিভাগে আসেন মুশফিক। এই বিভাগের সভাপতি প্রফেসর আতিকুর রহমানের অধিনে তিনি এ গবেষণা করতে যাচ্ছেন। ২০১২ সালে (৩৬তম ব্যাচ) তিনি এ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন।

প্রিয় তারকাকে কাছে পেয়ে সবাই যেনো আনন্দে আত্মহারা! তার সাথে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন কেউ কেউ।

এসময় টাইগার দলপতি উৎসুক শিক্ষার্থীদের বলেন, ‘সবাইতো ক্রিকেটার হতে পারবেনা, তাই তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যাও’।

বিদায়ের আগে তিনি জাবি ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর এ টি এম আতিকুর রহমান গণমাধ্যমে বলেন, ‘আমরা খুবই খুশি যে আমাদের বিভাগের শিক্ষার্থী আজ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সে শুধু দলীয় অধিনায়কই নয় একজন মেধাবী ছাত্রও বটে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.