Sylhet Today 24 PRINT

ভারতীয় মেয়েকে বিয়ের কথা স্বীকার করলেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

সীমান্তে কাঁটাতারের বাধা কিংবা রাজনৈতিক বৈরিতা- কোনো কিছুই ঠেকাতে পারছে না ভারতীয় কন্যার সঙ্গে পাকিস্তানি ছেলের বিয়ে। টেনিস কন্যা সানিয়া মির্জার সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের পর এবার আরও একবার আত্মীতার বন্ধনে আবদ্ধ হতে চলেছে ভারতের কন্যা এবং পাকিস্তানের ক্রিকেটার।

আগেই খবর প্রকাশ হয়েছিল, ভারতীয় কন্যা সামিয়া আরজুর সঙ্গে বিয়ে হচ্ছে পাকিস্তানি পেসার হাসান আলির। আগস্টের যে কোনো সময়ই হতে পারে বিয়ের অনুষ্ঠান। যদিও কোন তারিখে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে সেটা জানা যায়নি। এমনকি হাসান আলির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

অবশেষে বিয়ের বিষয়টা স্বীকার করে নিলেন পেসার হাসান আলি। জানালেন ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। হরিয়ানার মেয়ে সামিয়া আরজু আবার অ্যারোনেটিক ইঞ্জিনিয়ার। কাজ করছেন এমিরেটসের ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। সেই সামিয়াকে বিয়ের কথা স্বীকার করেন হাসান আলি, শুক্রবার নিজের শহর গুজরানওয়ালায় সংবাদ সম্মেলনে।

সানিয়া মির্জার পর পাক ক্রিকেটারের সঙ্গে জীবন কাটানোর ইচ্ছেপূরণ হতে চলেছে আরও এক ভারতীয় নারীর। ২০ অগস্ট দুবাইয়ের অ্যাটলান্টিস পালাম হোটেল হাসান-শামিয়ার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এ নিয়ে হাসান আলি বলেন, ‘আমার পরিবার চেয়েছিল, বিয়ের আগে আমাদের সম্পর্কের কথা যেন কেউ না-জানে; কিন্তু মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর আমাদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত নিই।’

ভারতের মেয়ো শামিয়া আরজু হরিয়ানার মেওয়াত জেলায় জন্ম গ্রহণ করেন। পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শামিয়া বর্তমানে এমিরেটস এয়াইলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার। এর আগে জেট এয়ারওয়েজে কাজ করেছেন তিনি। পাক ক্রিকেটারের সঙ্গে তার ছেলের বিয়ের খবরের সত্যতা আগেই স্বীকার করেছেন শামিয়ার বাবা লিয়াকত আলি। বিয়ে উপলক্ষ্যে পরিবারের ১০ জন সদস্য ১৭ অগস্ট দুবাই উড়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

গুজরানওয়ালায় নিজের বিয়ে নিয়ে আলি সংবাদ মাধ্যমে বলেন, ‘আমাদের বিয়ে হবে অগস্টের ২০ তারিখ। এর তিন মাস পর রুখসতি। বিয়ের পর আমরা গুজরানওয়ালাতেই থাকব।’ পাশাপাশি বিয়েতে তাদের পোশাক নিয়ে পাক পেসার বলেন, ‘আমি পরব কালো-লাল রঙের শেরওয়ানি সুট এবং শামিয়া পরবে ভারতীয় ড্রেস।’

হাসান আলি হচ্ছেন চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার, যিনি ভারতীয় নারীকে বিয়ে করতে যাচ্ছেন। এর আগে জহির আব্বাস, মহসিন খান এবং শোয়েব মালিক ভারতীয় নারীর সঙ্গে পরিণয় সুত্রে আবদ্ধ হন। সর্বশেষ এপ্রিল, ২০১০ সালে সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এর আগে আটের দশকে সাবেক পাক অধিনায়ক জহির আব্বাস বিয়ে করেন ভারতের রীতা লুথরাকে এবং এরপর মহসিন খান জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বলিউড অভিনেত্রী রীনা রায়কে। তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায় মহসিন ও রীনার মধ্যে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.