Sylhet Today 24 PRINT

এবার ক্রিকেটে আসছে স্মার্ট বল

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৯

এবার ক্রিকেটে আসছে মাইক্রোচিপ সম্বলিত স্মার্ট বল। মাইক্রোচিপ সম্বলিত এ স্মার্ট বল তাৎক্ষণিকভাবে ডেলিভারির গতি, রিলিজ পয়েন্ট, বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতিসহ নানান তথ্য সরবরাহ করতে পারবে। এছাড়া স্পিনারদের জন্য বিশেষভাবে সহায়ক হবে এ স্মার্ট বল।

এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা মূলত আম্পায়ার এবং ডিআরএসের ক্ষেত্রে সাহায্য করা। বলটা ব্যাটে লেগেছে কি-না, ক্যাচ ধরার আগে মাটিতে ছুঁয়েছে কি-না এসব তথ্য নিখুঁতভাবে দিতে পারবে এ মাইক্রোচিপ ব্যবহৃত বল।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে খেলাধুলায় এখন ব্যবহৃত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। ক্রিকেট মাঠে এসব প্রযুক্তির বেশিরভাগই শুরু হয় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশের মাধ্যমে। তারাই এবার বলের মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে।

বিগ ব্যাশের আসন্ন মৌসুমে বলের ভেতরে বিশেষায়িত মাইক্রোচিপ ঢুকিয়ে দিয়ে স্মার্ট বল ব্যবহারের কথা ভাবা হচ্ছে জোরেশোরে। ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুকাবুরার পক্ষ থেকে দেয়া হয়েছে এ প্রস্তাব। বিগ ব্যাশ দিয়ে শুরু করলেও অচিরেই টেস্ট ক্রিকেটে এ বল ব্যবহার দেখতে চায় কুকাবুরা।

মূলত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ডিউকের চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্যই নতুন প্রযুক্তির ব্যবহার করতে চাইছে কুকাবুরা। ইংল্যান্ডে চলতি অ্যাশেজ সিরিজে খেলা হচ্ছে ডিউক বল দিয়ে। তবে কুকাবুরা বলে সফলভাবে মাইক্রোচিপ ব্যবহার করতে পারলে, নিঃসন্দেহে চাহিদা বেড়ে যাবে এ বলের।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.