Sylhet Today 24 PRINT

ইয়াসির-শান্তর ব্যাটে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৯

ইয়াসির আলী ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে সফরকারী শ্রীলঙ্কা হাই পারফরমেন্স (এইচপি) স্কোয়াডকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল।

বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে দুই উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে বাংলাদেশ হাই পারফরমেন্স স্কোয়াড। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হলো। আগামী ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।

এর আগে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ১৮৬ রানের বড় ব্যবধানে হেরে ছিল স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিজের ৬৫ রানে ভর করে ৪৯.৪ ওভারে ২৭৩ রান করে লঙ্কান দলটি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার পদুন নিশানকা। ৫৭ বল মোকাবিলায় আটটি বাউন্ডারি হাকান তিনি। এ ছাড়া শেষ দিকে জেহান ডেনিয়েল করে ৪৩ বলে ৪১ রান।

জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া পেসার শফিকুল ইসলাম বাংলাদেশ হাই পারফরমেন্স স্কোয়াডের হয়ে ৫১ রানে তিন উইকেট শিকার করেন। নাঈম হাসান ৩৫ রানে নেন দুই উইকেট।

জবাবে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৯৩ বল খরচায় ইয়াসির আলীর ৮৫ এবং শান্তর ৭৭ বলে ৮৮ রানের ওপর ভর করে ৪৯.৩ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান করেন ২৭ রান।

শিরান ফার্নান্দো ও জেহার ড্যানিয়েল শ্রীলঙ্কার এইচপি দলের পক্ষে দুটি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.