Sylhet Today 24 PRINT

ভারতীয় ক্রিকেটারদের খুন করবে ১৯ বছরের তরুণ!

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৯

ক্রিকেট মাঠে জয় নিয়ে স্বস্তিতে থাকলেও মাঠের বাইরে যেন স্বস্তি নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের। কেননা একের পর হত্যার হুমকি তাড়িয়ে বেড়াচ্ছে তাদের।

গত কয়েকদিন আগেই কোহলি-রোহিতদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার গোপন তথ্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে তথ্যের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজে ভারতের ভারতের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয় কয়েকগুণে। এবার সে ঘটনার রেশ কাটার আগেই নতুন করে হুমকি পেলেন কোহলি-রোহিতরা।

শুধু কোহলি-রোহিতদের কথা বললে ভুল হবে, পুরো ভারতীয় ক্রিকেট বোর্ডের সবাইকেই খুন করার হুমকি দিয়েছে ১৯ বছরের এক তরুণ। বিসিসিআইকে করা এক মেইলের মাধ্যমে পুরো বোর্ডের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে আসাম রাজ্যের ১৯ বছর বয়সী ব্রিজ মোহন দাস।

তার এ হুমকিটিকে মোটেও হালকাভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা সঙ্গে খবরটি জানায় মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াডকে (এটিএস)। হুমকিটি বেনামে দেয়া হলেও, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোহন দাসের বৃত্তান্ত বের করে আনে এটিএস। পরে ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দেয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করেছে আসাম রাজ্য পুলিশ।

আরো তদন্তের পর জানা যায়, শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডেই নয়, এমন বেনামে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডেও উড়ো হুমকি বার্তা পাঠিয়েছেন মোহন দাস। যে কারণে এ কেসটিকে বাড়তি গুরুত্ব দিয়েই দেখছে মহারাষ্ট্র এটিএস। মোহন দাসের বৃত্তান্ত খুঁজতে গিয়ে জানা গিয়েছে, ১৯ বছর বয়সী এ তরুণ আসাম রাজ্যের মরিগাওতে শান্তিপুরের বাসিন্দা।

মোহন দাসের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৫০৬ এর ২ এবং ৫০৯ এর ধারায় মামলা করা হয়েছে। এছাড়া ১৯৩২ সালের ক্রিমিনাল ল এর ৭ এর ধারায়ও অভিযুক্ত রয়েছেন তিনি। আগামী ২৬ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে মোহন দাসকে। এরপর নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.