Sylhet Today 24 PRINT

ভুল সিদ্ধান্তের কারণে আ্যশেজ থেকে বাদ দুই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৯

অ্যাশেজের তৃতীয় টেস্টে বেশ কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত ছিল ভুল। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন আর ক্রিস গ্যাফানির এমন ভুলে অনেক সিদ্ধান্তই পাল্টেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বিতর্ক উস্কে দেওয়ায় সিরিজের বাকি টেস্টগুলো থেকে দুই আম্পায়ারকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাশেজ থেকে।

বিশেষ করে জোয়েল উইলসনের ভুল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে এখনও। হ্যাডিংলিতে তৃতীয় টেস্টে সেই মুহূর্তে ২টি রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের জেতার জন্য। তখন নাথান লায়নের একটি লেগ বিফোরের সিদ্ধান্ত নাকচ করে দেন তিনি।

রিপ্লেতে দেখা গেছে বেন স্টোকস আউট ছিলেন লায়নের বলে। অবশ্য রিভিউ না থাকায় বেঁচে যান স্টোকস।

উইলসনের সঙ্গী ক্রিস গ্যাফানির ভুলও কম ছিল না। তার নেওয়া সাতটি সিদ্ধান্ত বদলেছে রিভিউতে! ফলে তারা দুজনে শেষ দুই টেস্টে থাকার সুযোগ আর পাচ্ছেন না। তাদের জায়গায় দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমুস ও রুচিরা পাল্লিয়াগুরুগে। তৃতীয় আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা।

সিরিজের প্রথম টেস্টেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন উইলসন। এজবাস্টনে আলিম দারকে সঙ্গে নিয়ে ভুল সিদ্ধান্তের উদাহরণ রেখেছেন তারা বেশ কয়েকবার। মিলিতভাবে সেই সিদ্ধান্ত পাল্টেছে আটবার! এর মধ্য দিয়ে টেস্টে সর্বাধিকবার সিদ্ধান্ত পাল্টানোর হিসেবে ভাগ বসিয়েছেন তারা।

ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.