Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

নিজেদের স্পিন শক্তি দেখিয়েছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান আর চায়নাম্যান জহির খান মিলে লেগ স্পিনে কাবু করে মাত্র ১২৩ রানে গুটিয়ে দিয়েছেন বিসিবি একাদশকে। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামার আগে সফরকারী আফগানিস্তান প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে এমন সতর্কবার্তা দিয়ে রাখল বাংলাদেশকে।

সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় নুরুল হাসান সোহানদের। আফগান স্পিনারদের দাপটে মাত্র ৪৪.১ ওভার টিকতে পেরেছেন তারা। আফগানদের করা ২৮৯ রানের জবাবে বিসিবি একাদশ গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে।

এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহানদের মতো ব্যাটসম্যান থাকার পরও দেড় সেশনও ব্যাট করতে পারেনি বিসিবি একাদশ। বাংলাদেশের এই দলের ব্যাটসম্যানদের স্পিন ঘূর্ণিতে বেশি ভুগিয়েছেন চায়নাম্যান জহির।

১১.৩ ওভার বল করে মাত্র ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। অধিনায়ক রশিদ পেয়েছেন ২৬ রানে ৩ উইকেট। লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের চিরায়ত দুর্বলতা এদিন আরও একবার খোলাসা হয়েছে। দলের হয়ে সবচেয়ে বেশি ২৯ রান করে আল-আমিন জুনিয়র।

আগের দিনের ৮ উইকেটে ২৪২ রান নিয়ে নেমে এদিন মাত্র ১ উইকেট হারিয়ে আরও ৪২ রান যোগ করে ইনিংস ঘোষণা করে আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। দলের ১৬ রানে ওপেনার সাব্বির হোসেনকে ফেরান পেসার শাপুর জাদরান। ১৯ রান করা এনামুলকে এলবিডব্লিও করে উইকেট নেওয়া শুরু করেন রশিদ। আহমেদ শিরজাদ ছাঁটেন ফজলে রাব্বিকে।

অভিজ্ঞ নাঈম ইসলামকে আউট করে উইকেট নেওয়া শুরু জহিরের। ৬০ রানে ৪ উইকেট খুইয়ে বিপাকে পড়া বিসিবি একাদশ আর দাঁড়াতে পারেনি। জহির, রশিদরা টপটপ উইকেট গিলে ধসিয়ে দেন সোহানদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ (ডি.) (আগের দিন ২৪২/৮) ( আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; মেহেদি রানা ১০-০-৩২-০, মানিক ১২-২-৩৪-০, সাকিল ১৭-৬-৩৬-০, সুমন ১৯-৮-৪৩-৩, জুবায়ের ১৯-১-৬৮-০, গালিব ৪-০-১৮-০, আল আমিন ১৮-৩-৫১-৪)।

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৩ (এনামুল ১৯, সাব্বির ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ১৩, আল আমিন ১৯, সোহান ১৫, ইরফান ৯, ফারদিন ১৪, সুমন ৩, মেহেদি রানা ০, মানিক ০*; ইয়ামিন ৫-১-১২-০, শাপুর ৫-২-৪-১, নবি ৮-২-১৮-০, রশিদ ৮-১-২৬-৩, শারজাদ ৫-০-২৩-১, জহির ১১.৩-৩-২৪-৫, কাইস ২-০-১০-০)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৩.৫ ওভারে ১৪/০

ফল: ম্যাচ ড্র

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.