Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

ছবি: আইসিসি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।

আগের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারানো বাংলাদেশ সোমবার পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কার্টেল ওভার সব হিসাবনিকাশে গোল পাকিয়ে দিচ্ছিল। ১৭ ওভারে নেমে আসা ইনিংসও শেষ করতে পারেনি বাংলাদেশ। ১৬.৩ ওভারের সময় বৃষ্টি নামায় বাংলাদেশের ইনিংস শেষ ধরে নেওয়া হয়। ৮ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

শেষ দুই বলে চার মারা ফাহিমা খাতুন ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন। ফাহিমার এ ইনিংসের আগে বাংলাদেশ দল রীতিমতো ধুঁকছিল। ১০ ওভারে ৪ উইকেটে ৪৪ রান তোলা বাংলাদেশ ৪৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছিল। ফাহিমার প্রতি আক্রমণেই এক শ পেরিয়ে বাংলাদেশ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সানজিদার। ৩২ বলে ২ চারে ১৯ রান করেছেন ওপেনার সানজিদা।

তবু ফাহিমা নয়, ম্যাচ সেরা হয়েছেন নাহিদা আকতার। বৃষ্টি আইনে ৮ ওভারে ৫৯ রানের লক্ষ্য পেয়েছিল পাপুয়া নিউগিনি। ১০ উইকেট হাতে নিয়ে এমন লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিল তারা। অধিনায়ক সালমার ২ ওভারে ২১ রান তুলেছে নিউগিনি। রিতু মনি ২ উইকেট তুলে বাঁধ না দিলে বিপদেই পড়ত বাংলাদেশ।

শেষ ওভার ৭ উইকেট হাতে নিয়ে শুরু করেছিল নিউগিনি। দরকার ছিল মাত্র ১১ রান। কিন্তু প্রথম ওভারে ৬ রান দিয়ে ১ উইকেট পাওয়া নাহিদা শেষ ওভারে ছিলেন দুর্দান্ত। মাত্র ৪ রান দিয়েছেন, ওভারের শুরুতেই তুলে নিয়েছেন ২ উইকেট।
ব্যাটিংয়ে ফাহিমার সঙ্গে ২৪ রানের জুটি গড়ার পর ১০ রানে ৩ উইকেট। নাহিদাকে সেরা বলা ছাড়া উপায়ও ছিল না।

টান দুই জয়ে ও শ্রেয়তর রানরেটে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত বাংলাদেশের। আর সেমিফাইনাল পেরোলেই টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.